বাংলাদেশি সিনেমায় নতুন চমক!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১০:০৩ এএম

বাংলাদেশি সিনেমায় নতুন চমক!

ছবিঃ- সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জারা আহমেদ অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের নতুন অ্যাকশন থ্রিলার ‘ফোর্স’-এ। মঙ্গলবার (১২ মার্চ) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পরিচালক আসিফ ইকবাল জুয়েল জানিয়েছেন, একজন শক্তিশালী নারী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে জারাকে।

নতুন সিনেমার জন্য অভিনয়শিল্পী খুঁজতে গিয়ে নানা গুণাবলির সমন্বয় খোঁজেন নির্মাতা। পরিচালক আসিফ জানান, “আমাদের প্রয়োজন ছিল এমন একজন অভিনেত্রী, যিনি নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করেন, অ্যাকশন দৃশ্যে সাবলীল  ও পরিশ্রমী। এসব দিক বিবেচনা করেই জারাকে বেছে নিয়েছি।”

পরিচালক জানান, পাকিস্তানি টিভি সিরিজ দেখে প্রথমবার জারার অভিনয় নজর কাড়ে। এরপর ‘ফোর্স’-এর ৩০ সেকেন্ডের অ্যাকশন লুক শেয়ার করলে জারাও সিনেমার গল্প পছন্দ করেন এবং কাজের জন্য সম্মতি দেন।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে। আগামী ১০ এপ্রিল থেকে এফডিসি, কেরানীগঞ্জ ও গাজীপুরে শুটিং শুরু হবে। জারা প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। নির্মাতারা ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।

‘ফোর্স’-এ জারার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা ম্যাক দিদারকে। সিনেমাটি মূলত এক নারীর প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে, যেখানে জারার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।

পাকিস্তানি অভিনেত্রী জারা আহমেদ মূলত মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পেলেও অভিনয়েও বেশ জনপ্রিয়। তিনি ‘ছু লে আসমান’ নামের একটি সিনেমায় কাজ করছেন, পাশাপাশি ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’-সহ একাধিক টিভি সিরিজেও অভিনয় করেছেন।

আরবি/শিতি

Link copied!