ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

‘রোজার মাসের ঈমানদার’ তানিন সুবহা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১১:৩৬ এএম

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন চিত্রনায়িকা তানিন সুবহা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন আকাশ রঞ্জনের রচনা ও পরিচালনায় ‘রোজার মাসের ঈমানদার’ নাটকের কাজ। নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে বলে জানিয়েছেন তানিন। নাটকটিতে তার সহশিল্পী আরফান আহমেদ। 

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে তানিন সুবহা বলেন, ‘আকাশ রঞ্জন দাদার নির্দেশনায় এর আগেও বেশকিছু নাটকে অভিনয় করেছি। রোজার মাসের ঈমানদার নাটকটির গল্পটা একেবারেই সমসাময়িক। গল্পটার গল্প ভাবনাটা চমৎকার। যে কারণে কাজটি করেছি। 

তাছাড়া আরফান ভাইয়ের সঙ্গে এর আগেও বেশকিছু নাটকে আমি অভিনয় করেছি। তার সঙ্গে কাজের বোঝাপড়াটা চমৎকার। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়ে অভিনয় করা যায়। যথারীতি এই নাটকেও আমাদের অভিনয়ের রসায়ন ছিল চমৎকার। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

কিছুদিন আগে তানিন সুবহা ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি জীবনে একটি হলেও মৌলিক গান করতে চান। এরই মধ্যে গীতিকার সুরকারের সঙ্গে গান নিয়ে কয়েক দফা কথা বলেছেন। ইচ্ছে আছে আগামী ঈদের পরপরই নিজের প্রথম মৌলিক গান নিয়ে কাজ করার। ছোটবেলায় গান শিখেছেন তানিন। তার মাও গান গাইতেন। যে কারণে গানের প্রতি তানিনের বেশ ঝোঁক ছিল। 

রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু গানে একটা সময় আর মনোযোগী হয়ে উঠা হয়নি তার। অভিনয়ের পথেই এগিয়ে গেলেন তিনি।

সম্প্রতি তানিন সাদেক সিদ্দিকী পরিচালিক সরকারি অনুদানের সিনেমা ‘দেনা পাওনা’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।