ইউটিউব দেখে স্বর্ণ পাচারের কৌশল শেখেন অভিনেত্রী!

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০২:৪৯ পিএম

ইউটিউব দেখে স্বর্ণ পাচারের কৌশল শেখেন অভিনেত্রী!

ছবি: সংগৃহীত

কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ রান্যা রাও সম্প্রতি বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি আদালতের নির্দেশে ডিআরআই হেফাজতে রয়েছেন, যেখানে গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। আর সেই জিজ্ঞাসাবাদে এই পাচারের কৌশল তিনি কীভাবে শিখেছেন জানতে চাওয়া হলে, সেই উত্তরও তিনি গোয়েন্দাদের জানিয়েছেন।

গত ৩ মার্চ, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার হন রান্যা। তার গ্রেপ্তারের পর থেকে নানা প্রশ্ন উঠছে, বিশেষ করে এই স্বর্ণ পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং অভিনেত্রীর তাদের সঙ্গে কী সম্পর্ক ছিল। তবে এখনো পর্যন্ত এই মামলার সঙ্গে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সূত্রের তথ্য , রান্যা তদন্তকারীদের জানিয়েছেন, ‘‘১ মার্চ আমি একটি বিদেশি নম্বর থেকে ফোন পাই। সপ্তাহ দুই ধরে অজানা নম্বর থেকে ফোন আসছিল। আমাকে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়েছিল। সেখানে স্বর্ণ সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল।’’ তিনি আরও বলেন, ‘‘এটাই ছিল আমার প্রথম বার, দুবাই থেকে স্বর্ণ পাচার করা।’’

গোয়েন্দাদের কাছে রান্যা দাবি করেছেন, তিনি ইউটিউবের ভিডিও দেখে স্বর্ণ পাচারের কৌশল শিখেছেন। তার ভাষায়, ‘‘স্বর্ণের বার দুটি প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে ছিল। আমি সেগুলো বিমানবন্দরের বাথরুমে ঢুকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নিয়েছিলাম। এমনকি জুতোর মধ্যে সোনার বার লুকিয়ে রেখেছিলাম।’’

তবে তিনি জানাতে পারেননি, কে তাকে ফোন করে স্বর্ণ পাচারের নির্দেশ দিয়েছিলেন।

আরবি/এফআই

Link copied!