ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

প্রথম বলিউড নায়িকা হিসেবে ১৭ কোটির গাড়ি কিনলেন উর্বশী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০২:৫৪ পিএম
ছবিঃ- সংগৃহীত

প্রথমবারের মতো কোনো ভারতীয় অভিনেত্রী বিলাসবহুল রোলস-রয়েস কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, সীমিত সংস্করণের এই গাড়িটি কিনতে উর্বশীকে ব্যয় করতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই মডেলের গাড়ির মালিকদের তালিকায় ইতোমধ্যে আছেন শাহরুখ খান, অজয় দেবগন, ভিভেক ওবেরয়, আল্লু অর্জুন ও মুকেশ আম্বানি। তবে কোনো অভিনেত্রীর ক্ষেত্রে এটি প্রথম সংযোজন।

উর্বশী রাউতেলা প্রায়ই বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচনায় থাকেন। কখনো সোনার কেক কেটে, কখনো দামি পোশাক পরে আবার কখনো ব্যয়বহুল গাড়ি কেনার কারণে তিনি শিরোনাম হন।

উর্বশীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’, যা ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে এসেছে। তেলেগু ভাষার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নান্দামুরি বালাকৃষ্ণা যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে উর্বশীকেও। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ গানে নাচের কারণে তিনি বিতর্কের মুখে পড়লেও বক্স অফিসে ছবিটি দারুণ সাড়া ফেলেছে।