ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

গৌরির সঙ্গে প্রেম, স্বীকার করলেন আমির

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৯:২৬ এএম
ছবি: সংগৃহীত

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার নিজ জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারের আয়োজন করেন। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিলেন তার প্রেমিকা গৌরী, যাকে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন।

সংবাদ সম্মেলনে আমির জানান, “গৌরী আর আমি ২৫ বছর আগে প্রথম দেখা করি। এখন আমরা একসঙ্গে জীবন কাটাচ্ছি। আমরা একে অপরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সম্পর্ক দেড় বছরের বেশি সময় ধরে চলছে।”

তিনি আরও জানান, মুম্বাইয়ের বাসভবনে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন। গৌরী সম্পর্কে আরও কিছু তথ্য শেয়ার করে আমির বলেন, “গৌরী প্রোডাকশনের সঙ্গে যুক্ত। আমি প্রতিদিন তার জন্য গান গাই।”

এসময় আমির তার জনপ্রিয় সিনেমা লগান-এর চরিত্র ভূবনের প্রসঙ্গ টেনে বলেন, “ভূবন তার গৌরীকে খুঁজে পেয়েছে।” উল্লেখ্য, লগান সিনেমায় গৌরীর চরিত্রে অভিনয় করেছিলেন গ্রেসি সিং।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমির প্রেমিকার জন্য কভি কভি মেরে দিল মে গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান।

বিয়ের প্রসঙ্গে আমির বলেন, “আমি জানি না, ৬০ বছর বয়সে আমার বিয়ে করা মানানসই হবে কি না। তবে আমার সন্তানরা খুবই খুশি। আমি সৌভাগ্যবান যে আমার সাবেক দুই স্ত্রীর সঙ্গেও চমৎকার সম্পর্ক রয়েছে।”

প্রসঙ্গত, আমির খান প্রথমে প্রযোজক রীনা দত্তকে বিয়ে করেছিলেন। এই দম্পতির দুটি সন্তান—জুনাইদ এবং ইরা খান। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। তবে ২০২১ সালে তারা আলাদা হয়ে যান। তবে তারা এখনও একসঙ্গে তাদের ছেলে আজাদের অভিভাবকত্ব পালন করছেন।