সবসময়ই অভিনয় দক্ষতা ও কাজের বৈচিত্র্যে দর্শকদের চমকে দেন গুণী অভিনেত্রী জয়া আহসান। কখনো বাংলাদেশে কখনো ভারতে দুই বাংলায়ই তার সাফল্যের ছাপ স্পষ্ট। প্রতিনিয়ত নিজেকে নতুন মাত্রায় পৌঁছে দিচ্ছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেলেও বড় পর্দায় অভিনয় দক্ষতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়া। এবার ভক্তরা তাকে দেখতে পাবেন এক নতুন রূপে।
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। তাঁর নতুন সিরিজের নাম ‘জিম্মি’ যা পরিচালনা করেছেন আশফাক নিপুন। আসন্ন ঈদুল ফিতরে ( ২৮ মার্চ) সিরিজটি মুক্তি পাচ্ছে হইচই এ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি জয়া আহসানের প্রথম ওয়েব সিরিজ যেখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
সিরিজে অভিনয়ের বিষয়ে জয়া বলেন, "নতুন কোনো কাজ বেছে নেওয়ার সময় আমি তিনটি বিষয় গুরুত্ব দিই যথা গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’তে এই তিনটি উপাদান একসঙ্গে মিলে গিয়েছে। পাশাপাশি আমার ওয়েব সিরিজের যাত্রা শুরু হচ্ছে হইচই এর সাথে এবং সেটি মুক্তি পাচ্ছে ঈদে। সবকিছুই আমার জন্য বিশেষ অনুভূতির সৃষ্টি করেছে।"
‘মহানগর’ এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণের পর এবার ‘জিম্মি’ নিয়ে হাজির হচ্ছেন আশফাক নিপুন। তিনি বলেন, "এই সিরিজের মাধ্যমে আমি এক ভিন্নধর্মী গল্প উপস্থাপন করতে চেয়েছি। এতে সামাজিক বাস্তবতা, মানবিক আবেগ ও বিনোদনের মিশ্রণ রয়েছে। আমি বিশ্বাস করি দর্শক এখানে নতুন কিছু উপভোগ করতে পারবেন।"
জয়ার সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা নিয়ে আশফাক নিপুন বলেন, "তিনি অসাধারণ ও দক্ষ একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনেই আমরা এমন একজন অভিনয়শিল্পী খুঁজছিলাম যিনি তার অভিব্যক্তি ও অভিনয় দক্ষতায় চরিত্রটিকে জীবন্ত করে তুলবেন। জয়া আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।"
হইচই এরই মধ্যে ‘জিম্মি’র গল্পের একটি প্রাথমিক ধারণা প্রকাশ করেছে। এতে দেখা যাবে একজন সরকারি নিম্নপদস্থ কর্মচারীকে যিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রমোশন পাননি। স্বামী-স্ত্রীর সংসারে টানাপোড়েন থাকলেও তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকা ভর্তি একটি বাক্স খুঁজে পান তিনি।
এরপরই তার জীবনে নেমে আসে এক অদ্ভুত সংকট। সেই টাকা তাকে কোন পথে নিয়ে যাবে? তিনি কি নিজের জীবন বদলে ফেলার সুযোগ কাজে লাগাবেন নাকি আরও গভীর সমস্যায় জড়িয়ে পড়বেন?
এই রহস্যের সমাধান জানতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে ২৮ মার্চ পর্যন্ত। তবে জয়ার পাশাপাশি এই সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এবার ঈদে, ‘জিম্মি’ নিয়ে কতটা চমক দেখাবেন জয়া? সেটাই দেখার অপেক্ষা!