ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

১২ দিন গোসল করেননি আমির খান!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত

সদ্যই ৬০তম জন্মদিন উদ্‌যাপন করলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। এ সময় তাকে নিয়ে অজানা অনেক কিছুই প্রকাশ করেন নায়ক।

এদিন তিনি জানান, গৌরী স্প্র্যাট নামের এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। সেখানেই নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দেন আমির।

শুধু প্রেমিকার খবরই নয়, নিজের লাইফস্টাইল নিয়েও গোপন কথা জানা যায় নায়কের। তবে সেটি ফাঁস করেছেন তারই প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমির খান নাকি খুব প্রয়োজন হলে তবেই গোসল করতেন।

অনেকেরই হয়ত মনে আছে আমির খানের ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গুলাম’-এর কথা। সেই ছবিতে একটি লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছিলেন আমির খান। আর সেই দৃশ্যের জন্য নাকি তিনি ১২ দিন ধরে গোসল করেননি। পরে অবশ্য এর কারণ বিস্তারিত জানা গেছে।

জানা গেছে, গুলাম-এর ওই দৃশ্যটি বেশ দীর্ঘ ছিল। আর আমির বারবার মেকআপ পরিবর্তন করতে চাননি। তাই, দৃশ্যটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত তিনি গোসল না করেই ছিলেন। ওই দৃশ্যটি শুট করতে ১২ দিন সময় লেগেছিল।