জুলাই আগস্টের আন্দোলন নিয়ে নাটক নির্মাণ করেছেন তরুণ নির্মাতা তিতুমীর কলেজের ছাত্র সোহানুর রহমান সোহান। ৪০ মিনিট দৈর্ঘ্যরে এই নাটকে প্রেম, সম্পর্ক আর জুলাই আন্দোলনে একজন দরিদ্র চিত্রশিল্পীকে ঘিরে নির্মাণ করা হয়েছে। তাই তো নাটকটির নাম দেয়া হয়েছে ‘রঙ’। এটা তার রচনা ও পরিচালনায় প্রথম নাটক এবং প্রডাকশন হাউস ‘মুভিং পিকচারস’ দিয়ে পরিবেশন করা হয়েছে।
নাটকটির গল্প বলতে গিয়ে সোহানুর রহমান সোহান জানান, একজন দরিদ্র কিন্তু প্রতিভাবান চিত্রশিল্পী রাঙা মিয়া বস্তিতে বসবাস করেন। সে ভালো কিছু আঁকাআঁকি করতে চায় কিন্তু টাকার অভাবে তেলাপোকা মারার ওষুধের বিজ্ঞাপন, পাত্র চাই বিজ্ঞাপন রাস্তাঘাটের ওয়ালে একে বেডায় তার সহকারী বল্টুকে নিয়ে। তার একমাত্র অবলম্বন আদরের মেয়ে তুলি আর ভালোবাসার মানুষ টুম্পা। সাল ২০২৪, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন চলমান। সরকারি দলের স্বৈরাচারিতায় দেশের বিভিন্ন জায়গায় সরকারি দল এবং প্রশাসনের নির্যাতনে আহত এবং নিহত অনেক লোক। রাঙ্গা মিয়াও বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত। তিনি তার একমাত্র হাতিয়ার রং তুলি দিয়ে রাস্তাঘাটে সরকারি দলের লোকেদের বিরুদ্ধে বিভিন্ন গ্রাফিতি আঁকা শুরু করে। রাঙ্গা মিয়া তার রং তুলির মাধ্যমে বিপ্লবের সহযোগী হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় প্রভাবশালী নেতা ও তার দলবল রাঙাকে নৃশংসভাবে হত্যা করে।
নাটকে প্রযোজনা করেছেন এম এন জামান। আর নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা রাকিব হোসেন ইভন, অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, শরিফুল ইসলাম, মিহিরা রহমান, ফারুক হোসেন ও শাকিল প্রমুখ।
নাটকটি প্রচারের বিষয়ে পরিচালক সোহানুর রহমান সোহান জানান, ভিউয়ের দিককে নয়, বাস্তবতার দিককে গুরত্ব দিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। খুব শিগগিরই একটি টিভি প্রচারিত হবে।