মাধুরী দীক্ষিতকে নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা তিকারাম জুলি। সম্প্রতি রাজস্থানে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজস্থান সরকার ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই ভিত্তিতে বিজেপি সরকারকে একহাত নিয়ে তিকারাম জুলি এই অনুষ্ঠান ও তার খরচের সমালোচনা করেন।
কংগ্রেস নেতা মন্তব্য করেন, “বিজেপি সরকার সনাতন ধর্মের গুণ গায়, কিন্তু মন্দিরের জন্য টাকা দিতে পারছে না। তাদের কাছে ১০০ কোটি টাকা রয়েছে এই অনুষ্ঠানে বিনিয়োগ করার জন্য, অথচ খটু শ্যামজির মন্দিরের জন্য ১০০ কোটি এবং গোবিন্দ দেবজির মন্দিরের জন্য ১২০ টাকা দিতে পারছে না।”
এরপর মাধুরী দীক্ষিতের প্রসঙ্গও তোলেন তিকারাম। তিনি মাধুরীকে “দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী” হিসেবে আখ্যা দিয়ে বলেন, “মাধুরীর সময় ফুরিয়ে গেছে। বড় তারকারা এখানে আসেননি, অমিতাভ বচ্চনও আসেননি, তাহলে আর কি বলব!”
এছাড়া এই অনুষ্ঠান রাজস্থানেই কেন আয়োজন করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিকারাম।
তবে এ বিষয়ে মাধুরী বা অন্য কোন তারকার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :