এবারের ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে বলিউড ভাইজান সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। সিনেমাটিকে ঘিরে সালমান ভক্তদের মাঝে গভীর আগ্রহ ও উত্তেজনা বাড়ছে। অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে ভাইজানের মর্যাদা কতটা রক্ষা করতে পারবে, এ নিয়ে সংশয় এবং সন্দেহ থাকলেও সালমান খান নিজে তার অভিনীত সর্বশেষ সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী।
.jpg)
মজার ব্যাপার হলো মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটিতে ৫৯ বছর বয়সি এই বলিউড সুপারস্টারের বিপরীতে নায়িকা হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এখন যার বয়স ২৮ চলছে। ইতোমধ্যেই রাশমিকা দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও নিজের অবস্থান অনেকটাই পোক্ত করেছেন পরপর বেশকিছু ব্লকবাস্টার সিনেমার সুবাদে। আলোচ্য সিনেমাটিতে সালমান চমৎকার মানিয়ে নিয়েছেন নিজেকে রাশমিকার নায়ক হিসেবে। সিনেমাটিতে আরও রয়েছেন দক্ষিণী জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল।
.jpg)
ভাইজানের এর আগের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ নায়িকা ছিলেন দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। যার বয়স সালমান খানের অর্ধেক বলা যায়। ক্যারিয়ারের শুরু থেকেই সালমান এখন পর্যন্ত অগণিত নায়িকার বিপরীতে নায়ক সেজেছেন বিভিন্ন সিনেমায়। অভিনেতা হিসেবে সালমানের প্রথম সিনেমা ‘বিবি হো তো আইসি’তে তার প্রেমিকা চরিত্রে দেখা গিয়েছিল রেণু আরায়াকে।
এরপর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে একক নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটেছিল। যে সিনেমাটি তাকে রাতারাতি খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ওই সিনেমাতে সালমানের নায়িকা ছিলেন মিষ্টি মেয়ে ভাগ্যশ্রী। সালমান-ভাগ্যশ্রী জুটিকে দর্শক তুমুল আগ্রহে গ্রহণ করলেও পরবর্তীতে তাদের দুজনকে একসঙ্গে কোনো সিনেমায় আর দেখা যায়নি।
.jpg)
এরপর দিনে দিনে নায়ক হিসেবে বলিউডে ক্রমেই সাফল্যের ধাপ অতিক্রম করে এগিয়ে গেছেন সালমান। দীর্ঘদিনের ফিল্মি ক্যারিয়ারে নিজেকে এখনও নায়ক হিসেবে রুপালি পর্দায় ধরে রাখতে সক্ষম হয়েছেন বলিউডের ভাইজান’খ্যাত এই অভিনেতা।
৫৯ এ পৌঁছেও অবলীলায় নায়ক সাজছেন হাঁটুর বয়সী তন্বী নায়িকাদের বিপরীতে। ক্যারিয়ারের শুরুর দিকে যাদের নায়িকা হিসেবে পেয়েছেন বিপরীতে তাদের সবাই এখন যৌবন হারিয়ে মধ্য বয়সে পৌঁছে গেছেন।
ভারতীয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল সালমানের বিপরীতে ‘পাত্থর কে ফুল’ সিনেমাতে। এরপর তারা দুজন জুটি বেঁধে আরও কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। সেই রাভিনা অনেক দিন বিরতির পর এখন বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে মা কিংবা পরিণত বয়সের নারী চরিত্রে অভিনয় করছেন।
চাঁদনী, শিবা, নাগমা, নীলম, রেবতী, উর্মিলা মাতন্ডকার, অমৃতা সিং, রামভা, মমতা কুলকার্নি, সুস্মিতা সেন, দিয়া মির্জা, মহিমা চৌধুরী, আমিশা প্যাটেল, দিব্যা দত্তদের বিপরীতে রোমান্টিক নায়ক হিসেবে পর্দায় এসেছেন বেশ কিছু সিনেমাতে। কিন্তু কালের আবর্তনে সেই সব নায়িকা হারিয়ে গেছেন। তাদের বেশির ভাগই আজকাল আর অভিনয় জগতে নেই।
গ্ল্যামার জগৎকে গুডবাই জানিয়ে ঘর-সংসার করছেন। হয়েছেন ছেলে ও মেয়ের মা। একসময় ‘লাভ’ সিনেমাতে তার নায়িকা হয়েছিলেন দক্ষিণী রেবতী। এখন তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন।একটা সময়ে সালমান খানের বিপরীতে প্রথমবার রুপালি পর্দায় অভিষেক হয়েছে অনেক ডাকসাইটে সুন্দরী নায়িকার। এ প্রসঙ্গে স্নেহা উল্লালের কথা বলা যায়।
‘লাকি’ সিনেমাতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেতে চেয়েছিলেন ভাইজান। যে কারণে তাকে নায়িকা করেছিলেন এবং নিজের তত্ত্বাবধানে রেখেছিলেন বেশ কিছুদিন। বিশ্ব সুন্দরীর মুকুটজয়ী বেশ কজন ভারতীয় সুন্দরীর বিপরীতে অভিনয় করেছেন সালমান। সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত এসব বিশ্ব সুন্দরীর বিপরীতে বিভিন্ন সিনেমায় তাদের প্রেমিক সেজেছেন তিনি।
.jpg)
ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সালমান। বিভিন্ন সময়ে বলিউডের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রীদের নায়িকা হিসেবে পেয়েছেন তিনি।
শ্রীদেবী, কারিশমা কাপুর, মাধুরী দীক্ষিত, রানী মুখার্জী, প্রীতি জিনতা, কাজল, ক্যাটরিনা কাইফের মতো জনপ্রিয় নায়িকাকে অসংখ্য সিনেমাতে নায়িকা হিসেবে পেয়েছেন সালমান খান। মাধুরী দীক্ষিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘সাজান’, ‘হাম তুমহারে হ্যায় সনম’-এর মতো সুপারহিট সিনেমাতে।
ঐশ্বরিয়া রাইয়ের বিপরীতে সাড়া জাগানো ব্যবসা সফল সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’-এ দেখার পর দর্শক এই জুটিকে আরও দেখার প্রত্যাশা করলেও কোনো নির্মাতাই তাদের দুজনকে একসঙ্গে অভিনয় রাজি করাতে পারেননি। এক্ষেত্রে ঐশ্বরিয়া রাইয়ের অনীহা ছিল প্রকট।
৯০ দশকের বলিউড কুইন শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধে ‘চাঁদ কা টুকড়া’ ও ‘চন্দ্রমুখী’ সিনেমা দুটি করেছিলেন এই অভিনেতা। সালমান শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় তেমন ঝড় তুলতে পারেননি তখন। যে কারণে শ্রীদেবীর সঙ্গে তার আর কোনো সিনেমা করা হয়ে ওঠেনি।
.jpg)
কাজলের মতো জনপ্রিয় অভিনেত্রী সালমানের নানা অ্যাটিচ্যুডে অনেকটা বিরক্ত ছিলেন। তার কাছ থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করতেন। তারপরও কাজলের সঙ্গে ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ সিনেমাটি করা হয়েছে। সিনেমাটি দর্শক সাদরে গ্রহণ করেছেও।
দিশা পাটানি অনেক আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে ‘রাঁধে’ সিনেমাতে অভিনয় করেছিলেন। দিশা ভেবেছিলেন, সালমানের সঙ্গে একটি সিনেমা করেই বাজিমাত করবেন। কিন্তু সালমানের ‘রাঁধে’ সিনেমাটি মোটেও চলেনি। বক্স অফিসে মার খেয়েছে। দর্শক দিশা পাটানির সঙ্গে সালমানের পর্দা জুটি সহজে গ্রহণ করতে পারেনি।
একটি ব্যাপার লক্ষণীয়, সালমান সব সময় তার বিপরীতে নির্মাতাদের অপেক্ষাকৃত কম বয়সি নায়িকাদের কাস্ট করার ব্যাপারে এক ধরনের চাপ দিয়ে থাকেন। যা এখনো অব্যাহত রয়েছে। নিজের বয়স বেড়েছে। এটা আড়াল করতেই হয়তো অনেক কম বয়সি নায়িকাদের বেছে নিতে সচেষ্ট বলিউড ভাইজান। আবার জুহি চাওলা, দীপিকা পাড়ুকোন-এর মতো জনপ্রিয় নায়িকার সঙ্গে এখনো কোনো সিনেমা করা হয়ে ওঠেনি তার। এটা একটা রহস্যময় এবং অবাক করা বিষয় বটে।
আনুশকা শর্মার সঙ্গে ‘সুলতান’ সিনেমাতে অভিনয় করেছেন এবং বিরাট সাফল্য পেয়েছেন। টুইঙ্কল খান্না, ভূমিকা চাওলা, আয়েশা ঝুলকা, আয়েশা তাকিয়া, অসিন, জেরিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজদের সঙ্গে অভিনয় করেছেন একাধিক সিনেমাতে। অখ্যাত ডেইজি শাহের মতো নায়িকার সঙ্গে ‘জয় হো’ সিনেমাতে অভিনয় করেছেন সালমান।
সোনম কাপুরের সঙ্গে রোমান্স করেছেন একটি মাত্র সিনেমা ‘প্রেম রতন ধন পাও’-এ। বড় বোন কারিশমা কাপুরের বিপরীতে যেমন- নায়ক হয়েছেন তেমনি ছোটবোন কারিনা কাপুরের সঙ্গেও পর্দায় রোমান্স করেছেন অসংখ্য সিনেমাতে। সোনাক্ষী সিনহার রুপালি পর্দায় অভিষেক হয়েছিল ‘দাবাং’ সিনেমার মাধ্যমে ভাইজান সালমানের বিপরীতে।
.jpg)
‘দাবাং’ সিরিজের সিনেমাগুলোতে সোনাক্ষী তার পর্দা প্রেমিকা হয়েছেন কয়েকবার। ‘টিউবলাইট’ সিনেমাতে চাইনিজ অভিনেত্রী ঝু ঝুর বিপরীতে অভিনয় করেছেন সালমান।
এদিকে, ‘মেরি গোল্ড’ নামের একটি ইংরেজি ভাষার বলিউডের সিনেমাতে হলিউডের নায়িকা এলি লারটারের বিপরীতে তাকে দেখেছেন দর্শক। দীর্ঘ অভিনয় জীবনে প্রেমিক সেজে অভিনয় করতে গিয়ে রুপালি পর্দার অনেক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ভাইজান। সঙ্গীতা বিজলানি, পাকিস্তানি নায়িকা সোমি আলী, ঐশ্বরিয়া রাই, স্নেহা উল্লাল, ক্যাটরিনা কাইফ প্রমুখের কথা উল্লেখ করা যায়।
এক সময়ের জনপ্রিয় সুন্দরী মডেল সঙ্গীতা বিজলানির সঙ্গে কোনো সিনেমায় কাজ না করলেও সালমান তাকে সেই যৌবন বয়সে প্রেমিকা হিসেবে পেয়েছিলেন । কিন্তু একপর্যায়ে প্রেমের নামে প্রচারের অভিযোগ এনে সম্পর্কচ্ছেদ করেন সঙ্গীতা। এরপর সোমি আলীর সঙ্গে নতুন প্রেমে জড়ান সালমান। তার সঙ্গেও কোনো সিনেমায় কাজ করেননি তিনি।
এ ছাড়া সালমানের প্রথম প্রেমিকা হিসেবে শাহিন জাফরি এবং এক সময়ের রোমানিয়ার সুন্দরী মডেল ইউলিয়া ভান্তুরের নাম আলোচনায় ছিল। ২০১৬ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় আট বছর নাকি সম্পর্কে ছিলেন তারা। খান বাড়িতে একসময় থাকতেন এই বিদেশিনী।