ভিউ বাণিজ্যের কারণে উপস্থাপনা এখন সস্তা হয়ে গেছে

এম তারেক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১১:৫২ এএম

ভিউ বাণিজ্যের কারণে উপস্থাপনা এখন সস্তা হয়ে গেছে

উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা

দেশের জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। গ্ল্যামার ও মেধার অন্যতম দৃষ্টান্ত তিনি। পেশাদার চিকিৎসক হওয়ার পরেও সমানতালে কাজ করছেন শোবিজে। স্পোর্টস শো, সেলিব্রিটি শো, কুকিং শোকোথাও তার কমতি নেই। নিজের কাজ ও সাম্প্রতিক প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন তিনি। লিখেছেন এম তারেক

ব্যস্ততা
বিভিন্ন টেলিভিশনে ঈদের শো-এর শুটিং নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে। এবার তুলনামূলক শো কম করছি। প্রতি রোজায় একশ’ করলে এবার করছি ৬০টির মতো। রমজানে চারটি চ্যানেলে শো চলছে। এনটিভি, মাছরাঙা, চ্যানেল আই ও নাগরিক টিভিতে শোগুলো যাচ্ছে। সামনে আইপিএল’র শো করব। একটি স্পোর্টস শো শুরু হবে যেখানে আমাকে দর্শক নতুনভাবে দেখবে। এপ্রিলে ভালোবাসা দিবসের প্রোগ্রাম সঞ্চালনা করব। 

ঈদের নাটক
উৎসবে সুযোগ পেলে অভিনয় করা হয়। তবে এবারের ঈদে নাটক করছি না। আমি পরিবারকেন্দ্রিক মানুষ। শুটিংয়ে ২-৩ দিন সময় দিতে হয়, যা এ সময়ে সম্ভব নয়। তবে অভিনয়কে মিস করছি। আগামী ঈদে কাজের সম্ভাবনা আছে। 

ঈদের স্মৃতি
ছোটবেলার ঈদ আনন্দের ছিল। এখন আগের মতো আনন্দ লাগে না। মনে হয়, আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম! তখন একটি জামা, একজোড়া জুতা, একজোড়া কানের দুল লুকিয়ে রাখার প্রবণতা ছিল। এখন ঈদের শো’র জন্য শপিং করি। চেষ্টা করি ঈদের দিনের কস্টিউম আলাদা করে রাখার। ঈদের আগের দিন অনেক ব্যস্ত থাকতে হয়। 

হাতে মেহেদী দেই। মুহূর্তগুলো স্মরণীয় করে রাখার চেষ্টা করি। তা ছাড়া আমি বাচ্চাদের খুব পছন্দ করি। তাদের সঙ্গে কাটানো সময়ের ভালো লাগা। এই ভালো লাগা বাবা-মা না হলে কেউ বুঝতে পারবে না।

বিশেষ মুহূর্তে শুটিং
দ্বিতীয়বার মা হয়েছি। সন্তান জন্মদানের আগের দিনও শুটিং করতে হয়েছে। সে সময় আমার মাঝে প্রেগনেন্সি গ্লো কাজ করেছে। যারা দেখেছে তারা ভেবেছে ওজন বেড়েছে। কারণ তখন জিম করতাম না পায়ের ইনজুরির জন্য। কিন্তু কেউ বুঝতে পারেনি আমি মা হতে যাচ্ছি। 

বাংলাদেশের মেয়েরা দেখা যায় গর্ভকালীন সময়ে ওজন বাড়িয়ে ফেলে। তারা জানে না কী খেতে হবে। কী পরিমাণ খেতে হবে। খাদ্যাভ্যাস ঠিক রাখলে নিয়মিত কাজ করে যাওয়া সম্ভব। মা হওয়ার আগের দিন ক্রিকেট শো করেছি। কাছের বন্ধুরাও বিষয়টি বুঝতে পারেনি। সপ্তাহখানেক বাদে নিয়মিত শোতে ফিরেছি।

স্বাচ্ছন্দ্য
অনেকদিন ধরে উপস্থাপনা করার জন্য এটি আমার কমফোর্ট জোন। অভিনয়কে চ্যালেঞ্জিং মনে হয়। সময় দিতে হয়। অভিনয়ের জন্য সময় বের করতে কষ্ট হয়। গত বছর একটি ওয়েব সিরিজের কথা হয়েছে। একটি সিনেমার ব্যাপারেও কথা চলছে। 

যার শুটিং শুরু হবে বছর দুয়েক পর। চরিত্রের জন্য প্রস্তুতি নিতে হবে। যা আসছে জুন-জুলাই থেকে শুরু করব। তা ছাড়া আমি একাধারে উপস্থাপক, চিকিৎসক ও একজন মা। সবকিছু টাইম ম্যানেজমেন্ট কঠিন হয়ে যায়। রুটিন করে নিলে কাজ সহজ হয়ে যায়। আমি তাই করি। ব্যস্ততা উপভোগও করি।

ধর্ষণ বেড়েছে
ইদানীং আপনারা বিষয়টির ব্যাপকতা নিয়ে জানছেন। মিডিয়ায় বেশি করে আসছে। কিন্তু আমি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার হিসেবে এর ব্যাপকতা সম্বন্ধে জানতাম। আমরা জানতাম বাংলাদেশের জন্য এটি আশঙ্কাজনক ব্যাপার। আমি ওয়ান স্টপ ক্রাইসিসে কাজ করেছি। ওখানে ধর্ষণের কেসগুলো নিয়ে কাজ হয়। ২ থেকে ৭ বছরের বাচ্চাদের কেস বেশি আসে। গত কয়েক বছর ধরে এ পাশবিকতা বেড়েছে। 

এই উপমহাদেশে এমন ঘটনা বেশি ঘটছে। কেন এমনটি হচ্ছে তা জানা নেই। একজন ডাক্তার হিসেবে সকল মায়েদের প্রতি আহ্বান থাকবে, কাউকে বিশ্বাস করা যাবে না। বাচ্চাদের বোঝাতে হবে কোনটি গুড টাচ আর কোনটি ব্যাড টাচ। এখন আছিয়ার ইস্যুর দিকে তাকিয়ে আছি। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ এমন কিছু করার আগে শতবার ভাববে।

সম্মাননা
কাজের স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে। আমিও ব্যতিক্রম না। এরই মধ্যে রিয়েল লিঙ্ক মাল্টিমিডিয়ার মিউজিক ও ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছি। তবে বর্তমানে দেশে এত এত অ্যাওয়ার্ড হচ্ছে তার মধ্যে কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠান ভালো হচ্ছে। আবার কিছু অ্যাওয়ার্ডের কারণে এর সৌন্দর্য নষ্ট হচ্ছে। 

প্রায় সময় আমাদের উপস্থাপকদের বিড়ম্বনায় পড়তে হয় যে, ফ্রি উপস্থাপনার বিনিময় একটি অ্যাওয়ার্ড। এটি খুবই বাজে অভ্যাস চালু হয়েছে। আমি মনে করি এ ধরনের কাজ থেকে সবারই দূরে থাকা উচিত। বিশেষ করে নতুন যারা এ পেশায় ক্যারিয়ার গড়তে চায়। আবার ভিউ বাণিজ্যির জন্য উপস্থাপনা মাধ্যমটা এখন সস্তা হয়ে গেছে। যে কেউ, যা তা বলে ভাইরাল হচ্ছে। 

উপস্থাপনা একটা শিল্প সেটা ক্রমে হারিয়ে যাচ্ছে। কথায় আছে কষ্ট করলে তার ফল পাবেই। সেটা দু-দিন আগে বা পরে। কিন্তু স্বস্তা জনপ্রিয়তা দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। এ ধরনের প্রতিযোগিতা থেকে সবার দূরে থাকতে হবে। বিশেষ করে নবীনদের।
 

রূপালী বাংলাদেশ

Link copied!