আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় ‘জংলি’, টিজার প্রকাশের পরই বাজিমাত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৭:১৬ পিএম

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় ‘জংলি’, টিজার প্রকাশের পরই বাজিমাত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে আলোচিত সিনেমা ‘জংলি’। ইতিমধ্যে সিনেমাটির ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেজ থেকে। পাশাপাশি, নায়ক সিয়াম আহমেদ, বুবলী, দীঘি এবং নির্মাতা এম রাহিমের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকেও টিজারটি শেয়ার করা হয়েছে।

প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ‘জংলি’র টিজার। প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার দাবি, টিজারটি প্রকাশের ২০ ঘণ্টার মধ্যেই ইউটিউব ও ফেসবুক মিলে ২ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যা ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত হয়ে উঠেছে।

এদিকে, টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তুলনামূলক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ‘জংলি’র টিজারকে আসন্ন ঈদের অন্যান্য সিনেমার টিজারের চেয়ে এগিয়ে রাখছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্যে দেখা যাচ্ছে, সিনেমার ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, অ্যাকশন ও গল্পের আভাস দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

সব মিলিয়ে, ‘জংলি’ সিনেমাটি ঈদুল ফিতরে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার অপেক্ষা, মুক্তির পর কতটা দর্শকপ্রিয়তা পায় এই সিনেমাটি।

টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

আরবি/একে

Link copied!