বহুদিন ধরেই বাবা হওয়ার স্বপ্ন দেখছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে সব ইচ্ছে পূরণ হয় না, সেটাই এবার মেনে নিতে হচ্ছে তাকে। স্ত্রী নয়, তিনি চান শুধু সন্তান, কিন্তু আইনি জটিলতার কারণে সেটি সম্ভব হচ্ছে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানান, বাবা হওয়ার তীব্র ইচ্ছা থাকলেও ভারতের কিছু আইন তাঁর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। করণ জোহরের উদাহরণ টেনে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি। হয়তো করণের সময়কার আইন বদলে গেছে। আমি শিশুদের ভালোবাসি তবে এটাও জানি সন্তানের সঙ্গে তার মা-ও থাকবে। যদিও আমাদের পরিবারে মায়ের অভাব নেই!”
সালমান খানের জীবনে বিয়ে না এলেও প্রেম এসেছে বহুবার। ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। এমনকি সঙ্গীতা বিজলানির সঙ্গে তো প্রায় বিয়েও হয়ে যাচ্ছিল। কার্ড পর্যন্ত ছাপা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সেই সম্পর্ক ভেঙে দেন সালমান।
এরপর আর কোনো সম্পর্কই পরিণতি পায়নি। বর্তমানে তিনি একাই আছেন এবং বিয়ের কোনো পরিকল্পনাও নেই। তবে বাবা হওয়ার ইচ্ছে এখনও রয়ে গেছে। সেটাই জানিয়ে দিলেন বলিউডের ভাইজান সালমান খান।