‘নেটফ্লিক্স’র সিনেমার সংগীত পরিচালনায় রাজা বশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:৩৩ এএম

‘নেটফ্লিক্স’র সিনেমার সংগীত পরিচালনায় রাজা বশির

সংগীত পরিচালক রাজা বশির

বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের যোগ্য সন্তান রাজা বশির এবার ‘নেটফ্লিক্স’র সিনেমা ‘সান সার্ফ অ্যান্ড সান্ডের সংগীত পরিচালনার কাজ করছেন। রাজা জানান, এটা প্রায় দুই বছর মেয়াদি একটি কাজ। এরই মধ্যে তিনি এ সিনেমার সংগীত পরিচালনার কাজ শুরু করে দিয়েছেন। 

তবে রাজা আরও অনেক বেশি উচ্ছ্বসিত ও আনন্দিত অস্ট্রেলিয়ার ‘টেফ কুইন্সল্যান্ড’ ইউনিভার্সিটির ‘থিম সং’র কাজ নিয়ে। একজন বাংলাদেশি হিসেবে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের কাজ পাওয়া ভীষণ গর্বের বিষয়ই মনে করেন তিনি। টেফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি মূলত একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সেখান থেকে রাজা বশির কিছুদিন আগে সাউন্ড প্রোডাকশনের ওপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। 

নেটফ্লিক্সের সিনেমার সংগীত পরিচালনা ও টেফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির থিম সং করা প্রসঙ্গে রাজা বশির বলেন, ‘ইউনিভার্সিটির ডিরেক্টর রিচার্ড বার্নটে আমার করা থিম সংটি ভীষণ পছন্দ করেছেন এবং আমাকেই এই থিম সংয়ের ভিডিও করারও দায়িত্ব দেওয়া হয়েছে। আর টেফেতে কোর্স করা অবস্থাতেই নেটফ্লিক্সের সিনেমাটিতে আমার অভিনয় করার সুযোগ আসে। 

একটা সময় সিনেমাটির ডিরেক্টর পেটার এবং নিজেল আমাকে সিনেমাটির সম্পূর্ণ সংগীত পরিচালনার দায়িত্ব দেন।’ এদিকে শিগগিরই আবারও শুরু হতে যাচ্ছে রাজা বশিরের মিউজিক ও ভিডিও ডিরেকশনে ‘মেলোডি জংশন সিজন টু’র প্রচার। এর সার্বিক পরিচালনায় আছেন হোমায়রা বশির। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!