ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

প্রথমবার নিরব-সেতু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:৪৪ এএম
মডেল-অভিনেতা নিরব ও রেজমিন সেতু

চিত্রনায়ক নিরব হোসেন। তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। এরপর থিতু হয়েছেন সিনেমায়। ২০০৯ সাল থেকে রুপালি পর্দার পথচলায় তাকে মূলত সিনেমার ‘হিরো’ হিসেবেই দেখেছে সবাই। এর মধ্যেই চালিয়ে গেছেন বিজ্ঞাপন ও স্টিল মডেলিংয়ের কাজ। 

প্রথাগত বিজ্ঞাপনের বাইরে এবার রুপালি জগতের হিরোর জীবনধর্মী এক বিজ্ঞাপনে আসছেন তিনি। সেখানে তাকে দেখা যাবে এক হিরোর দৈনন্দিন জীবনের নানা গল্পে। এমনটাই জানালেন নায়ক নিরব।

ইস্পাত কোম্পানি ‘জেডএসআরএম’-এর বিগ বাজেটের নতুন বিজ্ঞাপনটি আসছে ক্রিয়েশন ওয়ার্ল্ড এজেন্সির ব্যানারে। প্রবীর রয় চৌধুরী নির্মিত এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে সাভারের আমিন বাজার, উত্তরার দিয়াবাড়ি ও বিএফডিসিতে।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে নিরব বলেন, ‘একজন সিনেমার হিরোর জীবনের সঙ্গে বিজ্ঞাপনটির গল্পের কম্বিনেশন দেখানো হয়েছে। একজন হিরোর দৈনন্দিন জীবনের তিনটি বিষয় বিজ্ঞাপনে দেখা যাবে। যেমন-পেশাগত, ব্যক্তিগত ও পারিবারিক জীবন। এর মধ্যে পারিবারিক জীবনের অংশে আমার সঙ্গে মডেল রেজমিন সেতু কাজ করেছে।’

এবারই প্রথম নিরবের সঙ্গে জুটি হয়েছেন অভিনেত্রী রেজমিন সেতু। তিনি বলেন, ‘প্রথমবারের মতো নিরব ভাইয়ের সঙ্গে কাজ করলাম। বিজ্ঞাপনের গল্পটি ভালো লেগেছে। এটি প্রচারে এলে সবার পছন্দ হবে।’

এ বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে বলে জানান নিরব। কেননা এটি বিজ্ঞাপন হলেও এতে পাওয়া যাবে সিনেমার ফ্লেভার। নায়ক আরও জানান, শিগগির দেশের বেসরকারি টেলিভিশনগুলোয় প্রচারে আসবে বিজ্ঞাপনটি।