‘সোনা’ বলে কাকে খোঁচা মারলেন পরীমণি?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১১:৩২ এএম

‘সোনা’ বলে কাকে খোঁচা মারলেন পরীমণি?

ছবি: সংগৃহীত

সময়ের সবচেয়ে আলোচিত ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, “আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো। দেখো, সে যেন তোমার দুঃখের কারণ না হয়। সোনা।”

এই পোস্টটি নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন যে, পরী এই পোস্টের মাধ্যমে তার প্রাক্তন স্বামী শরিফুল রাজকে উদ্দেশ্য করে কিছু লিখেছেন। বিশেষ করে ‘সোনা’ শব্দটি ব্যবহার করে পরী সম্ভবত রাজকেই ইঙ্গিত করেছেন। অনেক নেটিজেনের মতে, পরী এখনো রাজকে ভুলতে পারেননি এবং তাকে নিয়ে এই ধরনের পোস্ট করছেন।

তবে অন্যদিকে কিছু নেটিজেনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফারহান নামের একজন নেটিজেন মন্তব্য করেছেন, “কষ্ট পেয়ে এভাবে রাজকে মিস করার কী আছে। নিজেকে নিজে ভালোবাসেন।”

এ ছাড়া, পরীর এই পোস্টে নেটিজেনদের বিভিন্ন প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে, এটি সম্ভবত তার ব্যক্তিগত জীবনের কিছু অনুভূতির প্রতিফলন, যা এখন প্রকাশ্যে আসছে।

আরবি/এফআই

Link copied!