কাকে ‘অন্যতম সেরা পুরুষ’ বললেন কাজল?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১১:৫২ এএম

কাকে ‘অন্যতম সেরা পুরুষ’ বললেন কাজল?

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও কাজলের দুর্গাপূজায় মধ্যমণি হয়ে থাকতেন তাদের চাচা দেব মুখোর্জি। শুক্রবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে দেবের বয়স হয়েছিল ৮৩ বছর।

সম্প্রতি কাজল তার চাচা দেব মুখোর্জিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি লিখেছেন, “আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালোবেসে যাব। তোমাকে মনে রাখব। প্রতিদিন তোমাকে আমাদের মনে পড়বে।”

কাজল আরো লিখেন, “প্রত্যেক দুর্গাপূজায় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সকলকেই দেখতে সুন্দর লাগে। ওকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না।”

তিনি বলেন, “কাউকে খুব ভালোবাসলে পুরস্কার হিসেবে আমরা শোক পাই। এই শোক কখনোই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই।”

এটি ছিল কাজলের জন্য এক আবেগপ্রবণ মুহূর্ত, যেখানে তিনি তার প্রিয় চাচার জন্য গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

আরবি/এফআই

Link copied!