রায়হান রাফীর ‘আমলনামা’ নিয়ে অভিযোগ একরামুল হকের স্ত্রীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৬:০৪ পিএম

রায়হান রাফীর ‘আমলনামা’ নিয়ে অভিযোগ একরামুল হকের স্ত্রীর

ছবি- রূপালী বাংলাদেশ

সদ্য চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘আমলনামা’। মুক্তির পর থেকেই শুরু হয়েছে নেট দুনিয়াজুড়ে নতুন এক গুঞ্জন। এ ওয়েব ফিল্ম নিয়ে অনেকেই বলছেন, ২০১৮ সালে র‍্যাবের ক্রসফায়ারে নিহত টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের জীবনে ঘটা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি।

তবে এ বিষয়টি দৃষ্টি এড়ায়নি একরামুলের পরিবারেরও। এ নিয়ে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন একরামুলের স্ত্রী আয়েশা বেগম। ‘আমলনামা’র সূত্র ধরে রায়হান রাফীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন।

দৈনিক রূপালী বাংলাদেশ এর পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো....  

‘(পরিচালক)রায়হান রাফি একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফি নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মত করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোন প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন। রায়হান রাফি যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফিকে বলবো "এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই" এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’

‘আর প্রথম আলো এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ  করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনরকম মাদকদ্রব্য ও  অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না। সে আজ মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনাটি "একরামুল হকের ঘটনার সাথে কোন মিল নেই" এই কথাটি সবার সামনে বলার জন্য।’

এদিকে, আয়েশা বেগমের পোস্টটি দৃষ্টি এড়ায়নি রায়হান রাফী নিজেও। এ নির্মাতা তার বক্তব্য তুলে ধরে ফেসবুকে একটি পোস্টে এ বিষয়ে খোলাসা করে বলেন,

দৈনিক রূপালী বাংলাদেশ এর পাঠকদের জন্য রায়হান রাফীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো......

‘আমরা প্রথম থেকেই বলে আসছি, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। দেশে যত বিচারবহির্ভূত হত্যকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি।’ তাঁর ভাষ্যে, ‘আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি, বলেছি। নিশ্চিত করে বলছি এ গল্পে একক কোনো ব্যক্তি নেই।’

‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’সহ আরও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন রায়হান রাফী। ‘আমলনামা’ নিয়ে তিনি বলেন, ‘এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই। দেশের প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিনেমাটি করেছি। আমরা চাই, সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক।’

আরবি/জেডি

Link copied!