নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ এখন নিজেকে পুনরায় গুছিয়ে নিয়েছেন। সম্প্রতি তার নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
কিছুদিন আগে খবর প্রকাশিত হয়েছিল, নিজের বিয়ের পোশাকটি নতুন করে রূপান্তরিত করেছেন সামান্থা। এমনকি বাগদানের সময় নাগা চৈতন্যের দেওয়া আংটি এখন লকেট হিসেবে ব্যবহার করছেন তিনি। বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে ওই লকেট পরতে দেখা গেছে।
এবার, প্রাক্তন স্বামীর স্মৃতির শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তার হাতে আগের ট্যাটুটি দেখা যায়নি।
নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক থাকাকালীন এই ট্যাটু করিয়েছিলেন সামান্থা। নাগার হাতে থাকা ট্যাটুর সঙ্গে মিলিয়ে নিজের হাতে সেই ট্যাটুটি আঁকিয়েছিলেন তিনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও সামান্থার হাতে সেই ট্যাটু ছিল, যা নিয়ে অনেকবার সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
তবে সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে, তার হাতে সেই ট্যাটু আর নেই। ফলে, নেটিজেনদের ধারণা, অভিনেত্রী হয়তো নাগার সঙ্গে মিলিয়ে করা ট্যাটুটি মুছে ফেলেছেন।
যদিও এখনও পর্যন্ত নাগা চৈতন্যর হাতে সেই ট্যাটু রয়েছে, তবে সামান্থা যেন নতুন জীবনের শুরুতে এক ধাপ এগিয়ে গিয়েছেন। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার অনুরাগীরা।