সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের এক তরমুজ বিক্রেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। তার মুখ থেকে বের হওয়া "ওই কিরে ওই কিরে", "মধু রসমালাই"—এমন নানা মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়ার পর প্রতিদিন তার দোকানে মানুষের ভিড় লেগেই আছে। অনেকে কৌতূহলবশত ভিড় জমাচ্ছেন, ভিডিও করছেন, যা তার ব্যবসার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। ক্রেতারা দোকানে আসতে সংকোচ বোধ করছেন। ফলে তিনি তরমুজ বিক্রি করতে পারছেন না। তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ অবিক্রিত থেকে গেছে, যা তাকে হতাশায় ফেলে দিয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার। রোববার দিবাগত রাতে তিনি লিখেছেন, ‘তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।’
সেই ব্যবসায়ীকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানিয়ে শামীম লেখেন, ভাইরাল হওয়ার লোভই আলাদা! জুশ আছে, সবাই তোমার পাশে আছে! জুশ খাওয়া শেষ, বিদায় বাংলাদেশ! লোকটার জন্য মায়াই লাগতেসে। ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে!
শামীমের মতো অনেক নেটিজেনরাই ফেসবুকে পোস্ট দিয়ে সেই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বরং তাকে সুন্দরভাবে ব্যবসা করতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে বলেছেন।
বিষয়গুলো নিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি ভাইরাল তরমুজ বিক্রেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অনেকেই তার তরমুজগুলো কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।