‘আমি এখনও এ আর রহমানের স্ত্রী’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১০:৪৯ এএম

‘আমি এখনও এ আর রহমানের স্ত্রী’

ছবি: সংগৃহীত

সম্প্রতি অস্কার অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের স্ত্রী সায়রা বানু জানিয়েছেন তাদের বিচ্ছেদ হলেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি। আর এ কারণে তাকে যেন রহমানের ‘এক্স-ওয়াইফ’বলে সম্বোধন করা না হয়  বলে গণমাধ্যমকে অনুরোধ করেছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলে তার দ্রুত সুস্থতা কামনা করে সায়রা বানু একটি বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, রহমানের কঠিন সময়ে তিনি তার পাশে রয়েছেন, যদিও তিনিও বর্তমানে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন।

সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ও অ্যাসোসিয়েটসের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এ আর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে, আমি নিজেও অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার পথে রয়েছি এবং আমি তার পাশে আছি। আমরা আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।

একটি অডিও বার্তায় সায়রা বলেন, আমি সবাইকে জানাতে চাই যে, আমরা আনুষ্ঠানিকভাবে তালাকপ্রাপ্ত নই, আমরা এখনো স্বামী-স্ত্রী। তবে আমি গত দুই বছর ধরে অসুস্থ থাকার কারণে সম্পর্কের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাইনি বলেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।  গণমাধ্যম যেন আমাকে ‘এক্স-ওয়াইফ’ না বলে। আমরা শুধু আলাদা থাকছি, কিন্তু আমার দোয়া সবসময় রহমানের সঙ্গে থাকবে।

আরবি/এসবি

Link copied!