ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

থমকে গেলো হৃতিকের‘কৃশ ৪’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত

বলিউডের নিজস্ব সুপারহিরো হৃতিক রোশন "কৃশ" সিরিজের মাধ্যমে হলিউডের সুপারহিরোদের সাথে প্রতিযোগিতা শুরু করেছিলেন। কিন্তু সাড়া জাগানোর পরেও ‘কৃশ ৪’ নিয়ে সংকট দেখা দিয়েছে।

২০২৫ সালের শুরুতে ‘কৃশ ৪’ নিয়ে আলোচনা শুরু হলেও ছবির প্রযোজনা নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে। হৃতিকের বাবা রাকেশ রোশন গত বছর জানিয়েছিলেন ছবিটি হবে। তবে এখন সে কথা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছবির জন্য নির্ধারিত বাজেট ৭০০ কোটি যা প্রযোজকদের মন জয় করতে পারছে না। রাকেশ জানিয়েছেন, এই ছবিটি পরিচালনা করবেন না বরং নতুন প্রজন্মের হাতে ‘ব্যাটন’ তুলে দিতে চান। তবে কিছু নিন্দুকের দাবি, তিনি পরিচালক পদ থেকে সরে যাচ্ছেন অন্য কারণে।

২০০৩ সালে শুরু হয় ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির পথচলা, যার প্রথম ছবি ছিল ‘কোয়ি মিল গয়া’, তারপর ২০০৬ সালে ‘কৃশ’ ও ২০১৩ সালে ‘কৃশ ৩’। এই তিনটি ছবিই বক্স অফিসে সফল ছিল। কিন্তু প্রশ্ন উঠছে—মার্ভেল ও অন্যান্য হলিউড সুপারহিরোদের দাপটে বলিউডের এই সুপারহিরো সিরিজ কি এখন সফল হতে পারবে?

যদিও শোনা যাচ্ছে যে ছবির বাজেট ৭০০ কোটি না হলেও তার কাছাকাছি রয়েছে, কিন্তু এ বিশাল অঙ্কের বাজেটের সঙ্গে প্রযোজকরা সহমত নন। ১২ বছরের বিরতির পর সিক্যুয়েল নিয়ে সংশয় রয়েছে। নির্মাতারা বলছেন, পরিচালকের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি একটি যৌক্তিক পদক্ষেপ, তবে অন্যরা মনে করছেন এটির মূল কারণ আর্থিক সমস্যা।

সূত্রের খবর অনুযায়ী, সিনেমার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি নেই প্রযোজকদের কাছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে সিনেমা তৈরির পথে বিপত্তি আসছে। তাই ‘কৃশ ৪’ এর ভবিষ্যৎ এখন ঝুলে রয়েছে।