ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

নতুন গান নিয়ে তানজিন মিথিলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১১:৫৮ এএম
সংগীতশিল্পী তানজিন মিথিলা

এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেল এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলার নতুন গান ‘কথা দিলাম’। এই গানে তার সহশিল্পী অমি। গানটি লিখেছেন এম এ আলম শুভ। সুর করেছেন সজিব। গানটি বেশ শ্রুতিমধুর বলে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে মিথিলা বিটিভিতে প্রচারের জন্য ‘কী আশ্চর্য বলত’ শিরোনামের একটি গান গেয়েছেন। 

দুইদিন আগেই বিটিভির একটি অনুষ্ঠানে প্রচারের জন্য মিল্টন খন্দকারের সুর সংগীতে এই গানে কণ্ঠ দিয়েছেন মিথিলা। এই গানটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী। এরইমধ্যে মিথিলার ‘হৃদয়ের আয়না’ নাটকেও ‘হৃদয়ের আয়না’ শিরোনামে একটি গান গেয়েছেন। এই গানটিও ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে। 

নতুন নতুন মৌলিক গান, নাটকের গান নিয়েই বেশি ব্যস্ত মিথিলা। এরইমধ্যে একটি নতুন প্রোজেক্টের সাতটি গান গাওয়ার কথা রয়েছে। এরইমধ্যে গত শনিবার সন্ধ্যায় এই প্রজেক্টের তিনটি গানে ভয়েজ দিয়েছেন। আরও চারটি গানে ভয়েজ দেবেন শিগগিরই। সবগুলো গান ভয়েজ দেওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানান, তানজিন মিথিলা। 

তবে মিথিলা জানান, নতুন যে সাতটি গানে ভয়েজ দিচ্ছেন তিনি তারমধ্যে কয়েকটি গানের কথা ও সুর নিয়ে তিনি ভীষণ আশাবাদী। তার ভাষ্যমতে ভাইরাল নয় বরং শ্রোতা-দর্শকের মনে গেঁথে যাবার মতো গান হচ্ছে এই প্রজেক্টে। এরইমধ্যে ‘বাংলাদেশ মেকাপ আর্টিস্ট অ্যাসোসিশেন’ থেকে সম্মাননা সূচক অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন মিথিলা। 

যে কারণে বেশ উচ্ছ্বসিত তিনি। তানজিন মিথিলা বলেন, ‘কথা দিলাম গানটার জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। বিভিন্ন প্ল্যাটফরমে গানটি নানাভাবে ভিডিও আকারেও অনেকে প্রকাশ করছেন। যে কারণে গানটি ছড়িয়ে পড়ছে। 

নিজের গাওয়া কোনো গানের প্রতি যখন শ্রোতা-দর্শকের মধ্যে ভালোলাগার সৃষ্টি করে তখনই আসলে শিল্পী হিসেবে নিজেকে সার্থক মনে হয়। বিটিভিতে প্রচারের জন্য মিল্টন ভাইয়ের সুর সংগীতে যে গানটি করেছি এই গানটিও খুব শ্রুতিমধুর। 

যদিও গানটি বিটিভিতে প্রচার হবে। কিন্তু প্রচারের পর যদি বিটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় তাহলে সবাই উপভোগ করতে পারবেন আমার গাওয়া আরও একটি একক মৌলিক গান।’ 

নেত্রকোনার মো. আবু তাহের ও তাহমিনা ইয়াসমিন দম্পতির ছোট সন্তান তানজিনা মিথিলা। ছোটবেলায় গানে তার হাতেখড়ি অনিতা দেবীর কাছে। এরপর তিনি গান শিখেছেন নেত্রকোনা শহরের ‘শতদল সংস্কৃতি একাডেমি’র রতন সরকারের কাছে। এরপর তিনি নেত্রকোনার বাংলার সুজন তোপাদারের (ন্যানসি যার কাছে গান শিখতেন) কাছেও সংগীতে তালিম নিয়েছেন। 

মিথিলার তার নানাকে ছোটবেলাতেই হারিয়েছেন। নানা তাকে আদর করে মিশু বলে ডাকতেন। মিথিলার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিল তার নিজেরই লেখা, সুর করা ‘আঁধো আঁধো’ গানটি। মিথিলার প্রথম একক অ্যালবাম ‘মন রে’ প্রকাশিত হয় লেজার ভিশন থেকে। এরপর একক গান ‘ছুঁয়ে দিলে হাত’ প্রকাশিত হয় জি-সিরিজ থেকে। এই গানও তার নিজেরই লেখা ও সুরে। মিথিলা জানান, বেশকিছু নাটকেও তার গান রয়েছে।