সাত বছর পর নাবিলা এবার সঙ্গী ইমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১২:০৯ পিএম

সাত বছর পর নাবিলা এবার সঙ্গী ইমন

বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ঈদ অনুষ্ঠান আনন্দমেলা। এবারের ঈদ আনন্দমেলা উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা, তার সঙ্গে থাকবেন চিত্রনায়ক মামনুন ইমন।

চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের স্টুডিও পর্বের দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। উপস্থাপনায় বৈচিত্র্য আনতে এবার নাবিলা ও ইমনকে চূড়ান্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন আনন্দমেলা সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৮ সালে প্রথমবার আনন্দমেলা উপস্থাপনা করেছিলেন নাবিলা। সে সময় তার সঙ্গে ছিলেন সজল। প্রায় সাত বছর পর আবারও দেখা যাবে নাবিলাকে।

নাবিলা বললেন, ‘বিটিভির কয়েকটি সিগনেচার অনুষ্ঠানের মধ্যে একটি আনন্দমেলা।দীর্ঘ সময় ধরে তারা অনুষ্ঠানটি ধরে রেখেছেন। এই অনুষ্ঠানের প্রতি বাংলাদেশের মানুষের এখনো অনেক বেশি আগ্রহ আছে। প্রত্যন্ত অঞ্চলে এখনো অনুষ্ঠানটি দেখার জন্য মানুষের আগ্রহ দেখা যায়। তাই ভালো লাগছে। ঈদ ভাইবটা অনুভব করছি।’
 

আরবি/এসএম

Link copied!