৯০-এর দশকে হিন্দি সিনেমা অসম্পূর্ণ থাকত অলকা ইয়াগ্নিকের গান ছাড়া। বহু বছর ধরে একটানা গান গেয়েছেন এই গায়িকা। লক্ষ লক্ষ ফ্যান তার বিশ্বজুড়ে। সম্প্রতি এমন এক ফ্যানের কথা জানতে পেরেছেন যাতে রীতিমতো ভয় পেয়ে গেছিলেন তিনি। বুঝতে পারছিলেন না কী বলবেন।
একসময়ে যার দাপটে গোটা বিশ্ব কাঁপত যাকে নাগালে পেতে আমেরিকার মতো দেশকে বেগ পেতে হয়েছিল সেই লাদেন ছিলেন অলকা ইয়াগ্নিকের ফ্যান।
অলকা ইয়াগ্নিকের নম্বর ওয়ান ফ্যান ছিলেন তিনি। ২০১১ সালে তাঁর মৃত্যুর পর সেই ঘটনা সামনে আসে। পাকিস্তানের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০-রও বেশি অলকার রেকর্ড পাওয়া যায়।
ওসামা বিন লাদেন, যাঁর নাম শুনলে বুক কেঁপে ওঠে বহু মানুষের। বিশ্বের বড় বড় কূটনীতিবিদদের যিনি নাকানিচোবানি খাইয়েছেন। যিনি একের পর এক আতঙ্কবাদের মাস্টারমাইন্ড তিনিই ভারতের অলকা ইয়াগনিকের ডাই হার্ড ফ্যান শুনে অবাক হয়েছিলেন বহু মানুষ। লাদেনের বাড়িতে অলকা ইয়াগ্নিক ছাড়াও কুমার শানু ও উদিত নারায়ণের গানের ক্যাসেটও পাওয়া যায়।
CIA-র তরফে সেসময় জানানো হয়েছিল, অলকা ইয়াগ্নিকের গানের বিরাট বড় ভক্ত ছিলেন তিনি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল, গানের ক্যাসেটের কালেকশনে সলমান-মাধুরী অভিনিত ছবির গানও ছিল।