ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ক্যান্সার নিয়েই ওমরাহ করছেন হিনা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৫:৪৪ পিএম
ক্যান্সার নিয়েই ওমরাহ করছেন হিনা খান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী হিনা খান। কিন্তু এই মরণব্যাধীকে যেন পাত্তাই দিচ্ছেন না তিনি। অসুস্থতার কথা জানানোর পর থেকেই নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে যাচ্ছেন এই অভিনেত্রী। অনেকের কাছে অনুপ্রেরণার হয়ে দাঁড়িয়েছেন। কেননা ক্যানসার কোনোভাবেই তাকে দমিয়ে রাখতে পারেনি।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, হিনা স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে লড়ছেন, চলছে কেমোথেরাপি। ফলে চুল উঠে গেছে, ভেঙে যাচ্ছে হাতের আঙুলের নখ। তবে তার মানসিক শক্তি অটুট রয়েছে।  এত যন্ত্রণার মাঝেও কাজ চালিয়ে যাচ্ছেন হিনা। অসুস্থ শরীরের মধ্যেও মক্কায় গিয়ে পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হিনা তার ওমরাহের কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তিনি মক্কায় রয়েছেন। ইনস্টাগ্রামে অন্তত ২০টি ছবি শেয়ার করেছেন হিনা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ওমরাহ ২০২৫। আল্লাহ ধন্যবাদ আমাকে এই অভিজ্ঞতা এবং আমন্ত্রণ দেয়ার জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ।’ তবে হিনা একা নন, সঙ্গে গিয়েছিলেন অভিনেত্রীর ভাইও।

এই ছবির অ্যালবামে একটি মিরর সেলফিও ছিল। ছবিটির ক্যাপশনে হিনা লিখেছেন, ওমরাহর জন্য প্রস্তুতি। এছাড়া, তিনি নিজের চুলের ছবিও শেয়ার করেছেন। হিনা খানের অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ইয়ে রিশতা ক্যায়া কেহলেতে হ্যায়; দিয়ে। এরপর তিনি ‘খাতরো কি খিলাড়ি সিজন ৮’ এবং ‘বিগ বস ১১’ সিজনে অংশগ্রহণ করেন।

গত বছর জুনে হিনা সবাইকে জানান যে, তিনি স্তন ক্যান্সারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত। তবে মানসিকভাবে তিনি সুস্থ ও শক্তিশালী রয়েছেন। এরপর থেকেই তিনি তার শারীরিক অবস্থা নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আসছেন।

হিনার ক্যান্সরের চিকিৎসা এখনও চলছে। চিকিৎসার বিভিন্ন পর্যায়ে নিজের যন্ত্রণা, হতাশা এবং সেই হতাশা কাটানোর কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।