ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

আসছে ‘পুষ্পা ৩’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত

মুক্তির দিনে বিষাক্ত গ্যাসে একাধিক প্রাণঘাতী ঘটনা ঘটছে। আবার কোথাও প্রেক্ষাগৃহে আগুন জ্বলেছে। এখানেই শেষ নয়। এই সিনেমা দেখতে গিয়ে সিনেমা হলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

যদি এখানেই এসব ঘটনা শেষ হতো তবে ভালোই বলা যেত। কিন্তু এই সিনেমার জন্য সিনেমার নায়ক স্বয়ং আল্লু অর্জুনকে যেতে হয়েছে জেলে। বলছি ‘পুষ্পা ২’ সিনেমা নিয়ে ঘটনা যত অঘটন।

মুক্তির কয়েক মাস পরেও ‘পুষ্পা ২’ নিয়ে ভক্তদের আনন্দ-উচ্ছ্বাস, উল্লাস কমেনি। আর সেই উচ্ছ্বাসে আরও শক্তি জোগাতে এবার ঘোষণা হলো ‘পুষ্পা ৩’-এর। ছবির প্রযোজক রবি শঙ্কর ইয়ারনেনি ‘পুষ্পা ৩’-এর কথা ঘোষণা করলেন।

‘পুষ্পা ৩’-এর খবরে ভক্তরা উচ্ছ্বসিত হলেও সঙ্গে রয়েছে মন খারাপের কিছুটা অংশ। কেননা এই সিনেমা দেখার জন্য অপেক্ষা করতে হবে তিন বছর।

এ সিনেমার প্রযোজক জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাবে ২০২৮ সালে। কারণ ছবির নায়ক আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার দু’জনেই অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে অল্লু অ্যাটলি এবং ত্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালিত দু’টি ছবি নিয়ে ব্যস্ত। অন্যদিকে সুকুমার রামচরণকে নিয়ে একটি সিনেমা তৈরি করছেন। এই ছবিটি শেষ হলেই ‘পুষ্পা ৩’-এর কাজে হাত দেবেন।