দুই বছর ধরে সম্পর্কের মধ্যে ছিলেন বলিউডের তারকা জুটি বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে গেছে। শোনা যাচ্ছে, তামান্না বিয়ের পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিজয় নাকি তাতে অমত করেছিলেন, ফলে সম্পর্কের ইতি ঘটে।
কিন্তু বিচ্ছেদের পরেও তাদের সম্পর্ক নিয়ে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেননি বিজয় বা তামান্না। তবে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা তাদের এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবীনা ট্যান্ডনের বাড়িতে দোলের অনুষ্ঠানে তাদের দুইজনকে একসাথে দেখা গেলেও, তারা আলাদা আলাদা ভাবে যাওয়া-আসা করেছেন। এরপর থেকেই কি আবার এক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তামান্নার কাছে?
তামান্না আবার শিরোনামে এসেছেন রবীনার মেয়ে রাশার জন্মদিনের পার্টিতে। সেখানে তিনি কালো রঙের চাপা পোশাক পরেছিলেন, সঙ্গে সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। তার গলায় ছিল হিরের হার, যা দেখে অনুরাগীরা মনে করেছেন, এটি বিজয় বর্মার পরনে দেখা এক জ্যাকেটের মতো। বিজয়ও একই রকমের জ্যাকেট পরেই তামান্নার সঙ্গে ছবি তুলেছিলেন।
তবে এই পোশাক পরার কারণ নিয়ে কিছুই বলেননি তামান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টে লেখেন, “চমৎকারের অপেক্ষায় না থেকে বরং চমৎকার করে দেখান।”
এই পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন, তামান্না সম্ভবত বিজয়কে ভুলতে পারছেন না। বিচ্ছেদের পরও তার মনে কিছুটা ক্ষত রয়েছে। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, প্রেমের সম্পর্ক ভাঙলেও বিজয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবেন।
আপনার মতামত লিখুন :