আছিয়ার জন্য গাইলেন পিজিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৩:২৭ পিএম

আছিয়ার জন্য গাইলেন পিজিত

পিজিত মহাজন। ছবি: সংগৃহীত

মহামরি করোনা, বন্যা, তিস্তার ভাঙন কিংবা দেশের যে কোনো সংকটে গান বানান সংগীতশিল্পী পিজিত মহাজন। বছরজুড়ে কাজ করেন অসহায় বাবা, মা, শিশুদের জন্য। বন্যা দুর্গত এলাকায় ছুটে যান নিজের যা সামর্থ্য আছে তা নিয়ে।

এবার তিনি মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ এবং মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে গাইলেন গান। শিরোনাম ‘আছিয়া’। গানে গানে প্রতিবাদ করেছেন তিনি।
গাওয়ার পাশাশাশি গানটি তিনি লিখেছেন ও সুর করেছেন। গিটারে ছিলেন  রিন্টু ও সাউন্ডে ফাহিম। গায়কের ইউটিউব চ্যানেলে ১৭ মার্চ গানটি অবমুক্ত হয়েছে। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন পিজিত।

তিনি বলেন, ‘আমার দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। শিল্প সংস্কৃতি ও খেলাধুলার জন্য বিখ্যাত। কিন্তু এ মাটিতে এমন কি হল হঠাৎ ডাকাতি, খুন, ধর্ষণ বেড়েছে। এসব দেখে বসে থাকা যায় না। তাই গানে গানে প্রতিবাদ জানালাম। আমার দেশ শান্ত হোক। শিশুরা থাকুক নিরাপদে।’

উল্লেখ্য, পিজিত সম্প্রতি গান করেছেন নন্দিত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দ্বৈত কণ্ঠে। ‘মধ্যবিত্ত’ শিরোনামের এ গানটি শিগগিরই তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!