ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

‘ফুল পরী’ পরীমণি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৪:১৪ পিএম
ফেসবুকে এই ছবি শেয়ার করে পরীমণি ক্যাপশন লেখেন ‘ফুল আর পরী’

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি সবসময় প্রেমে পড়তে ভালোবাসেন। তার প্রেমে পড়া মানে নতুনভাবে দশর্কে সামনে নিজেকে উপস্থাপন করা। প্রেমিকের সঙ্গে নতুন নতুন ছবি পোস্ট করে নিজের সাহসিকতার পরিচয় দেওয়া।

সম্প্রতি সময়ে পরীমণির নতুন প্রেমের উঠেছে গুঞ্জন। তার এ প্রেমিক বিনোদন জগতের তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। গানই যার ধ্যানজ্ঞান।

শোনা যাচ্ছে পরীমণি বর্তমানে তাকে নিয়েই পার করছেন ব্যস্ত সময়। অফলাইন থেকে অনলাইন সবখানেই তাদের প্রেমের কথোপকথন ছড়িয়ে পড়েছে।
 
বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে দুজনের অবাধ চলাফেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি পোস্ট ও একে অন্যকে ইঙ্গিতপূর্ণ কথা লিখে পোস্ট শেয়ার করা।

এতেই সাধারণ দশর্কে নজরে এসেছে পরীমণির নতুন এই প্রেমের খবর।

এছাড়াও পরীমণির নতুন প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এটা পুরাতন কিছু নয়, পরীমণির প্রেম কিংবা বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়নি এটা ভাবতেও অবাগকর।

বুধবার (২০ মার্চ) মধ্যদুপুরে নিজের ফেসবুক একাউন্টে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের চমকে দেন চিত্রনায়িকা পরীমণি। এসব ছবিতে দেখা যায় ঝলমলে আর হাসখিুসি এক পরীকে। আর তাই এ পোস্টে ক্যাপশন দিয়েছেন ‘ফুল আর পরী ’।

পরীমণির পোস্টে কেন্দ্র করে অনেকেই কমেন্ট করছেন। কেউ কেউ লিখছেন- ভয়ঙ্কর সুন্দর, আবার কেই কেউ নতুন প্রেম নিয়ে লিখছেন, ‘চলমান ভালোবাসা ও দোয়া রইল এগিয়ে যান পাশে আছি থাকবো ইনশাআল্লাহ’,

পরীর ফুলের মতো ছবিতে একজন লিখেছেন, ‘খুব সুন্দর অসাধারণ লাগছে ফুল আর পরী একাকার হয়ে গেছে’।

তবে অনেকের মনে প্রশ্ন জাগছে এ পোস্টকে কেন্দ্র করে ‘ফুল আর পরী’ নতুন করে পরীকে সাজতে হবে কেন? তাহলে নতুন এই প্রেমে পরীমণি কি মধুর সময় পার করছেন?