ঢাকা বুধবার, ১৯ মার্চ, ২০২৫

প্রবাসীদের নিয়ে কাজ করতে চান রাকিব হাসান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৫:০৮ পিএম
রাকিব হাসান। ছবি: সংগৃহীত

ইউটিউব জগতে বাংলাদেশে যে কয়জন অভিনেতা বস্তুনিষ্ঠ বিষয় নিয়ে সাবলীল ভাবে ভিডিও তৈরি করে থাকেন তার মধ্যে সেরাদের মধ্যে অন্যতম খুলনার ছেলে রাকিব হাসান। ধারাবাহিক ভাবে এক সপ্তাহ অন্তর একটি ভিডিও প্রকাশ করে আসছেন। যে ভিডিওগুলো সমাজে প্রভাব ফেলার মতো বিষয় বস্তু সব সময় উপস্থিত থাকে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেকেই নানা রকম ভিডিও বানিয়ে থাকেন। তবে যদি রাকিব হাসানের নির্মিত অভিনীত ভিডিও কেউ প্রথম দেখেন দ্বিতীয় বারের জন্য তিনি অপেক্ষায় থাকেন আবার কোন ভিডিও আসবে।

দেশে কোনো পরিস্থিতি তৈরি হলে কিংবা কোনো ঘটনা ঘটলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন রকম আওয়াজ তুলে থাকেন। সে ধারাবাহিকতায় রাকিব হাসান তার ইউটিউব চ্যানেলের দর্শকরা অধির আগ্রহে বসে থাকেন এবার ভিন্ন রকম কিছু পেতে যাচ্ছি রাকিব হাসানের কাছে। তার ভিডিওর ভেতর কয়েকটি উপজীব্য বিষয় থাকে যা অন্য কোনো ইউটিউব চ্যানেল ভিডিওতে দেখা যায় না। সেগুলো হলো তার ভিডিওতে কোনো নারী চরিত্র থাকলেও কোনো নারী মডেল থাকে না, আঞ্চলিক ভাষার ঢঙ্গে কমেডি ধাচে তিনি যে কোনো সিরিয়াস বিষয়কেও মানুষের মাঝে হাস্যেজ্জল ভাবে তুলে ধরেন এবং ধারাবাহিকতায় সেরাদের সেরা রাকিব হাসান।

তার অভিনয় কিংবা ভিডিও নির্মাণ শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, দেশের বাহিরে বাংলা ভাষাভাষি দর্শকদের প্রিয় চ্যানেল হয়ে গেছে রাকিব হাসানের ফ্যামিলি এন্টারটেইনম্যান্ট। যার ফলশ্রুতিতে দেশের বাইরেও দর্শকদের হৃদয়েও জায়াগা করে নিয়েছেন রাকিব হাসান।

প্রসঙ্গে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি কাজ করার জন্য শুধু করি না। আমার কাজটা যেনো মানুষের হৃদয়ে দাগ কাটে সমাজের বিন্দু মাত্র হলেও প্রভাব ফেলে সে জন্য কাজ করি। যখন কোনো অসংগতি দেখি তখনই আমার মনে হয় যে, বিষয় নিয়ে একটি ভিডিও হতে পারে এবং তাই করি। আমার ক্ষুদ্র নির্মাণ সব শ্রেণির মানুষেই দেখে থাকেন। আমি যখন দেশের বাইরে যাই তখন দেখি যে বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন। আমার ভিডিওর প্রশংসা করেন। তবে নিয়ে আমি যতটা খুশি তার চেয়ে একটু বেশি ব্যথিত!’

ব্যথিত হওয়ার কারণ জানতে চাইলে দেশসেরা ইউটিউবার অভিনেতা রাকিব হাসান বলেন, ‘প্রবাসে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়। সেটি হচ্ছে প্রবাসীদের জীবন তাদের কর্মের বিষয়গুলো। অন্যদিকে পরিবারের মায়া ছেড়ে তাদের কষ্টকর অধ্যায়গুলোর কথাও আমাকে ব্যথিত করে। তারও আগে প্রবাসে যেতে আমাদের দেশি ভাইদের যে নানা রকম প্রতিকূলতা তা আমি নিজেই লক্ষ্য করেছি। সে জন্যই এখন আমার মনে হয় প্রবাসীদের জন্যও কাজ করতে হবে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ও জানতে চাইলে রাকিব হাসান একই ঢঙ্গে বলেন, ‘প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমার ভিডিও নির্মাণ অব্যাহত থাকবে। স্ক্রীপ্ট লেখা, পরিচালনা অভিনয় সবই আমি করি। এবার অন্য একটি কাজ হাতে নিয়েছি সেটি প্রবাসী ভাইয়ের বিদেশ যাতায়তে কিছু একটা করব। আমাদের দেশের ভাই বোনেরা তো পরিবার দেশের জন্য প্রবাসে থাকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ভাই বোনেরা কি সহজ ভাবে দালাল মুক্তভাবে প্রবাসে যেতে পারে? ভবিষ্যতে যেনো এমন প্রশ্ন না ওঠে সে জন্য আমি কাজ করতে চাই। শুধু জানিয়ে রাখলাম আমার ভালোবাসার মানুষদের। এতটুকু শুধু বলতে চাই শিক্ষা সচতেনতামূলক ভিডিও বানিয়ে অভিনয় করে যেমন তাদের বিনোদন দিয়ে আসছি তেমনই সরাসরি প্রবাসী ভাই বোনদের নিয়ে কাজ শুরু করব শিগগিরই। সকলের দোয়া ভালোবাসা চাই।’