অমিতাভ বচ্চনের এখন ৮২ বছর বয়স। আর এই বয়সেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। একের পর এক বড় বড় সিনেমায় স্বমহিমায় হাজির হচ্ছেন তিনি। আগামীতে ‘কল্কি’ সিনেমায় দেখা যাবে তাকে। মে মাসেই হতে পারে এই সিনেমার শ্যুটিং বলে শোনা যাচ্ছে।
তবে এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে অমিতাভ বচ্চনের আয় সংক্রান্ত কিছু তথ্য। যা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এখনও পর্যন্ত অমিতাভ ‘কোন বনেগা ক্রোড়পতি’-র মতো জনপ্রিয় টেলিভিশন শো-এর সঞ্চালনা করেন। পাশাপাশি ভালো গল্পের কোনো সিনেমা পেলে তাকে সেখানে অভিনয়ে দেখা যায়।
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। আর এই সমস্ত কাজের বিনিময়েই তার যা আয় হয়, তা অনেকের কল্পনার থেকেও বেশি!
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে প্রায় ৩৫০ কোটি টাকা উপার্জন করে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকায় উঠে এসেছেন অমিতাভ।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে তিনি শুধু কর দিয়েছেন ১২০ কোটি টাকা। যা ভারতীয় চলচ্চিত্র জগতের একজন ব্যক্তির জন্য অন্যতম সর্বোচ্চ উপার্জনের রেকর্ড। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এই বয়সে এতো বেশি আয় কোনো অভিনেতা করেনি।
২০২৫ সালের ১৫ মার্চ তিনি শেষ কিস্তির অগ্রিম কর হিসেবে ৫২.৫০ কোটি টাকা জমা দিয়েছেন। আর নিয়ম মেনে কর প্রদান জন্য নাগরিক হিসেবে তিনি বেশ প্রশংসিতও হয়েছিলেন।
এছাড়া ২০২৩ সালে তিনি দেশের চতুর্থ সর্বোচ্চ করদাতা ছিলেন। আর সে সময় শাহরুখ খান ছিলেন তালিকার শীর্ষে।
তবে এবার শাহরুখ, সালমান, অক্ষয়দের পেছনে ফেলে করদাতা হিসেবে প্রথম হয়েছেন অমিতাভ। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন চলতি বছরে আরও কিছু কাজে স্বাক্ষর করবেন।
অর্থাৎ অমিতাভের চলতি বছরের আয় হবে আকাশ ছোঁয়া। অন্যদিকে শোনা যাচ্ছে, দীর্ঘ ২৫ বছরের ‘কোন বনেগা ক্রোড়পতি’-র মতো জনপ্রিয় টেলিভিশন শো থেকে অব্যাহতি নেবেন অমিতাভ।
যদিও এই কথাটি তিনি নিজে মুখে এখনো কিছুই জানাননি। এই শো-এর অন্যতম আকর্ষণই হল অমিতাভ বচ্চনের সঞ্চালনা।
সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়ে অমিতাভ লিখেছিলেন, ‘এবার বিদায় নেওয়ার সময়।’ সেই পোস্ট নিয়ে দশর্কে মনে জল্পনা তৈরি হয়েছিলো, এবার কি অভিনয় ছাড়তে চলেছেন অমিতাভ? তবে সেই গুঞ্জন উড়িয়ে অমিতাভ জানিয়েছিলেন, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন না। কিন্তু টানা শ্যুটিং আর তিনি আর নিতে পারছেন না ।