শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বলিউডে নুসরাত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১১:৩৭ এএম

বলিউডে নুসরাত

অভিনেত্রী নুসরাত জাহান

অভিনয় আর রূপের আগুনে প্রায় দেড় দশক ধরে টলিউড কাঁপিয়েছেন নুসরাত জাহান। এবার শুরু নয়া ইনিংস। বলিউডে পা অভিনেত্রীর। সঙ্গী যশ দাশগুপ্ত ইতোমধ্যেই হিন্দি সিনেমাতে ডেবিউ করে ফেলেছেন। এবার পালা নুসরাতের। যিশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই বলিউডের খাতায় নাম লেখালেন টলিপাড়ার গ্ল্যামারাস নায়িকা।

টিপস মিউজিকের তরফে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করলেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেঠি কোহলি। গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানে অভিনয় করেছেন নুসরাত। হিন্দি গানটির সঙ্গে নারী কণ্ঠে থাকছে ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মাকে।

সদ্য উত্তর কলকাতার লাহা বাড়িতে শেষ হল মিউজিক ভিডিওটির শুটিং পর্ব। চৈত্রের দাবদাহকে উপেক্ষা করেই দুর্গাপূজার আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। ঢাকের বোল থেকে সাবেকি সাজ, লাল শালু, ধূনোর গন্ধ, আম্রপল্লবে, ফুলের সুবাসে গোটা বাড়িজুড়ে তখন উৎসবের আবহ। পূজার আমেজকে আরও ভালো ভাবে ফুটিয়ে তোলার জন্য ছিল ফুচকা, রসগোল্লা-সহ একাধিক খাবার দাবারের ব্যবস্থাও। সেখানেই নুসরাত হাজির হলেন একেবারে বাঙালি সাজে। শাড়ি গহনার দেশি লুকে দারুণভাবে নজর কাড়লেন অভিনেত্রী।
 

আরবি/এসএম

Link copied!