ঢাকা শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বাজেটের দশ গুণ আয় করেছে ‘রেখাচিত্রম’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

মালয়ালম থ্রিলার সিনেমা ‘রেখাচিত্রম’ গত সপ্তাহে ওটিটিতে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে দেশি দর্শকদের মধ্যে।

এটি খুনের রহস্যের গল্প হলেও, মূলত স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের গল্প হিসেবে সিনেমাটি চিত্রিত করা হয়েছে। সিনেমাটি একটি পুলিশ অফিসার বিবেকের গল্প নিয়ে। যিনি অনলাইন জুয়া খেলার দায়ে বরখাস্ত হয়ে পরবর্তীতে এক প্রত্যন্ত অঞ্চলে বদলি হন। সেখানে তিনি একটি ব্যক্তির আত্মহত্যার ঘটনা প্রত্যক্ষ করেন, যিনি তার ফেসবুক লাইভে চার দশক আগের এক খুনের কথা বলেন এবং সেই তরুণীকে মাটিতে চাপা দেওয়ার কথা উল্লেখ করেন। 

মালয়ালম থ্রিলার সিনেমা ‘রেখাচিত্রম’ এর পোস্টার থেকে

 

সিনেমার কাহিনির মূল আকর্ষণ হল, বিবেক এই রহস্যের পেছনে গিয়ে খুঁজে পান কঙ্কালটি রেখা নামক এক তরুণীর, যিনি ছিল জুনিয়র অভিনেত্রী। তাঁর জীবনের স্বপ্ন ছিল বড় অভিনেত্রী হওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত সে স্বপ্ন কখনো পূর্ণ হয়নি এবং তাঁর মৃত্যু হয় একটি রহস্যময় পরিস্থিতিতে। সিনেমা শেষ হলে, দর্শক শুধুমাত্র খুনের রহস্য সমাধানই নয়, বরং রেখার জীবন এবং স্বপ্নের কথাও অনুভব করতে পারেন।

এই সিনেমা মালয়ালম থ্রিলার জনরার জন্য গুরুত্বপূর্ণ একটি সংযোজন, এবং এর বাজেট ছিল মাত্র ৬ কোটি রুপি, তবে এটি বক্স অফিসে প্রায় ৬০ কোটি রুপি আয় করেছে। সিনেমাটি অন্য মালয়ালম থ্রিলারের তুলনায় বেশ আলাদা। কারণ নির্মাতা জোফিন টি চাকো আশির দশকের মালয়ালম সিনেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন, যা এক ধরনের "ভালোবাসার চিঠি" হয়ে ওঠে।  

অভিনয়ের দিক থেকেও "রেখাচিত্রম" খুবই শক্তিশালী। পুলিশ কর্মকর্তা বিবেক চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন আসিফ আলী, যিনি এর আগেও থ্রিলার সিনেমায় নজর কেড়েছিলেন। রেখা চরিত্রে অনস্বরা রাজন তার স্বাভাবিক অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন, এবং আশির দশকের চলচ্চিত্রের অন্যতম বড় নাম মামুত্তি সিনেমায় অসাধারণভাবে উপস্থিত ছিলেন, যদিও তিনি সরাসরি অভিনয় করেননি, বরং এআই প্রযুক্তির মাধ্যমে তার চরিত্রের উপস্থিতি তুলে ধরা হয়।

সিনেমার আরো একটি শক্তিশালী দিক ছিল টি জি রবির অভিনীত চলচ্চিত্র সাংবাদিক চরিত্রটি, যা আজকালকার ইউটিউবারদেরও একটি বার্তা প্রদান করে। পার্শ্বচরিত্রে মনোজ কে জায়ান এবং সিদ্দিকিও ভালো অভিনয় করেছেন।

এটি ছিল জোফিন টি চাকোর দ্বিতীয় সিনেমা, তার প্রথম সিনেমা ছিল ‘দ্য প্রিস্ট’ (২০২১), যা মামুত্তিকে নিয়ে তৈরি হয়েছিল। দুটি সিনেমাই ব্যবসাসফল হয়েছে এবং তুমুল জনপ্রিয়তা পেয়েছে।