চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেতা তারিক স্বপন। ভালো লাগা থেকেই অভিনয়ের দুনিয়ায় তার পথচলা। আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯২ সালে সিরাজগঞ্জের ‘অনুস্বর থিয়েটার’ দিয়ে তার মঞ্চে অভিনয় শুরু। পরবর্তীতে ‘প্রসূণ থিয়েটার’র হয়ে তিনি ‘হামেদ আলীর সর্পদর্শন’, ‘১৯৭১’, ‘মহাপুরুষ’, ‘রাজাকারের পতন’সহ বেশ কয়েকটি মঞ্চ নাটক নির্দেশনা দেন। জাহিদ হাসানের অনুপ্রেরণা ও সাহসে ১৯৯৯ সালে তারিক স্বপন ঢাকায় আসেন।
এরপর ‘থিয়েটার সেন্টার’-এ যোগ দেন। অভিনয় করেন ‘মন তার শঙ্খিনী’ নাটকে। তারপর ২০০২ সাল থেকে ‘নাট্যকেন্দ্র’র সঙ্গে তার পথচলা। এই দলে যোগ দিয়েই ‘বিচ্ছু’, ‘আরজ আলী মাতব্বর’, ‘প্রতিসরণ’সহ আরও কয়েকটা নাটকে অভিনয় করেন। তবে ‘নাট্যকেন্দ্র’ সঙ্গে তারিক স্বপন যুক্ত থাকলেও মঞ্চে অভিনয়ে এখন অনিয়মিত। কারণ এখন টিভি নাটকেই তিনি ভীষণ ব্যস্ত।
প্রথম তিনি টিভি নাটক ‘অজানা অজান্তে’তে অভিনয় করেন। টিভিতে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’। এরপর মোশাররফ করিমের রেফারেন্সে মাসুদ সেজানের ‘লং মার্চ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আলোচনায় আসেন তারিক স্বপন। একই পরিচালকের ‘রেড সিগনাল’, ‘চলিতেছে সার্কাস’, ‘এইম ইন লাইফ’ নাটকে অভিনয় করে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তারিক স্বপন।
এই অভিনেতার প্রথম অভিনীত সিনেমা প্রয়াদ আবিদ হাসান বাদলের ‘আলী বাবা’। এরপর তাকে ‘পাওয়ার’, ‘হঠাৎ দুর্নীতি’, ‘অন্ধকারের রাজনীতি’, ‘মুখোশ’ সিনেমায় অভিনয়ে দেখা যায়। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অঞ্জন আইচের ‘কানামাছি’ সিনেমাটি। একক নাটকের মধ্যে স্বপনের অভিনীত আলোচিত নাটক হচ্ছে মাসুদ সেজানের ‘চোরের ভবিষ্যত’, অরণ্য আনোয়ারের ‘তিন মাত্রা’ ইত্যাদি।
নিজের অভিনয় জীবন ও আগামীর ভাবনা নিয়ে তারিক স্বপন বলেন, ‘দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছি। ঢাকায় অভিনয় করছি দুই যুগেরও বেশি সময় ধরে। তবে দীর্ঘদিনের অভিনয় জীবনের পথচলায় হুমায়ূন আহমেদ স্যার, সালাউদ্দিন লাভলু ভাই, ফারুকী ভাইয়ের নাটকে অভিনয় করার সুযোগ হয়নি।
এটা আমার খুব কষ্টের একটা বিষয়। আমার মনে হয় লাভলু ভাই, ফারুকী ভাইয়ের নির্দেশনায় কাজ না করতে পারলে অভিনেতা হিসেবে আমি পূর্ণতা লাভ করতে পারব না। আর ভবিষ্যতে আমি কিছু ভালো ভালো গল্প রচনা করে নিজেই নির্দেশনা দেওয়ার ইচ্ছা রয়েছে। এখন আপাতত অভিনয়টাই মন দিয়ে করে যেতে চাই।’
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল তারিক স্বপনের। এ পর্যন্ত অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নির্মাতাদের নজর কেড়েছেন এই অভিনেতা। বর্তমানে পাঁচ-ছয়টি ধারাবাহিকসহ বেশ কিছু একক নাটকের শুটিং করছেন তিনি। অভিনয় জীবনের এতটা সময় পার করার পর তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে বলেন, ‘নাট্যকার ও পরিচালক হতে চাই। অভিনয় ছাড়ছি না। জীবনের শেষদিন পর্যন্ত কাজ করে যেতে চাই।’
আপনার মতামত লিখুন :