বলিউড ও হলিউডে সমানভাবে নিজের প্রভাব তৈরি করা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবার নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।
তিনি এখন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হতে যাচ্ছেন। রাজামৌলির নতুন সিনেমার জন্য এক বিশাল চুক্তি করেছেন তিনি।
বছর খানেক ধরেই বলিউডের বড় পর্দায় প্রিয়াঙ্কাকে কম দেখা গেছে। তবে হলিউডে তার কাজের পরিধি ক্রমেই বাড়ছে।
‘আরআরআর’ ছবির সাফল্যের পর পরিচালক এস.এস. রাজামৌলি তার পরবর্তী সিনেমা ‘এসএসএম ২৯’ নির্মাণ করতে যাচ্ছেন। এই সিনেমায় প্রিয়াঙ্কাকে নেওয়ার জন্য রাজামৌলি আগেই অফার দিয়েছিলেন।
কিন্তু প্রিয়াঙ্কার চাহিদা ছিল বেশ বড়। পারিশ্রমিক হিসেবে তিনি দাবি করেন ৩০ কোটি ভারতীয় রুপি। শোনা যাচ্ছে, রাজামৌলি তার দাবি মেনে নিয়েছেন এবং প্রিয়াঙ্কা এই অঙ্কের বিনিময়ে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
এতদিন পর্যন্ত দীপিকা পাডুকোন প্রতি সিনেমায় ১৫-২০ কোটি রুপি নিতেন। কিন্তু এবার প্রিয়াঙ্কা তাকে পেছনে ফেলেছেন। নতুন সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন মহেশ বাবু।