ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আইপিএল ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন শাহরুখ, শ্রেয়া ও দিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত

প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো আইপিএলের ১৮তম আসর। উদ্বোধনী দিনেই কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠল এবারের আসরের। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতান বলিউডের তারকারা।

আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল এক অসাধারণ সেলিব্রেশন। যা দর্শকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠেছে।

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন বলিউডের কিং খান শাহরুখ, সুমধুর কণ্ঠের গায়িকা শ্রেয়া ঘোষাল এবং বলিউড অভিনেত্রী দিশা পটানি।

আইপিএল ২০২৫-এর নতুন আসরের আনুষ্ঠানিক সূচনা হয় শাহরুখ খানের  সঞ্চালনায়।  

একে একে ১০টি দলের নাম ঘোষণা করে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেন তিনি। শাহরুখের সঞ্চালনা সাথে গান ও  নাচের অসাধারণ মিশ্রণ পুরো অনুষ্ঠানকে স্মরনীয় করে তোলে ।

শ্রেয়া ঘোষাল তার সুমধুর কণ্ঠে অনুষ্ঠানটির সূচনা করেন "তুমি যে আমার" গান দিয়ে। এরপর গাইতে থাকেন ‘সঞ্জু’ ছবির "কর ময়দান ফতে" এবং ‘পুষ্পা ২’ ছবির "স্বামী"। শ্রেয়ার কণ্ঠে গাওয়া প্রতিটি গান দর্শকদের মন জয় করে নেয়। এছাড়া তিনি ‘ভাগ মিলখা ভাগ’ ছবির "জ়িন্দা" গান গেয়ে মঞ্চে এক নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছেন।

শ্রেয়া ঘোষাল আইপিএল ১০টি দলের জন্য ১০টি বিশেষ গান গেয়ে অনুষ্ঠানটি আরো স্মরণীয় করে তোলেন। পাশাপাশি এআর রহমানের "বন্দেমাতরম" গেয়ে ইডেন গার্ডেন্সে আলোড়ন সৃষ্টি করেন।

এরপর মঞ্চে ওঠেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পটানি।

আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল এক স্মরণীয় রাত যেখানে শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল এবং দিশা পটানির একসাথে দর্শকদের মাতিয়ে তুলেছেন।