ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঈদে নাটকে ও নাচে দেখা যাবে শখকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০২:৫৭ পিএম
অভিনেত্রী আনিকা কবির শখ

এবারের ঈদে তাকে তরুণ মেধাবী পরিচালক শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে অভিনয়ে দেখা যাবে। দুটি নাটকেরই শুটিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে। 

দুটি নাটকের গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিকা কবির শখ। এই দুটি নাটকে ছাড়াও আগামী ঈদে শখকে বিটিভির দুটি ভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যাবে। এই দুটি অনুষ্ঠানেরও রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান শখ। 

শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তার গল্পগুলো একদম সমসাময়িক গল্প। যে কারণে অভিনয় করতে ভীষণ ভালোলাগে। আগামী ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি দুটি নাটকেরই গল্প সুন্দর এবং ট্রেন্ডি গল্প। যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। আমি খুব আশাবাদী দুটি নাটক নিয়েই। 

এ ছাড়াও বিটিভির জন্য যে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমি নাচেরই মেয়ে। নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমার বেশি ভালোলাগে। দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার দুটো নাটকই দেখার জন্য এবং নাচের অনুষ্ঠানও উপভোগ করার জন্য।