বহু দিন ধরেই বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মন্দানের সম্পর্ক নিয়ে গুঞ্জন। তবে সম্পর্ক নিয়ে তারা নিজেরা মুখ না খুললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন সম্পর্কে রয়েছেন।
তারা কবে বিয়ের পিঁড়িতে বসছেন? সেই উত্তরের আভাস দিয়েছেন সালমাল খান।
প্রথমবার ‘সিকন্দর’ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশ্মিকা। সেই সিনেমায় নায়কের চেয়ে নায়িকার বয়সের ৩১ বছরের ব্যবধান, তাই নিয়েই যত প্রশ্ন।
এ বিষয়ে ‘সিকন্দর’ সিনেমার এক প্রচার অনুষ্ঠানে সালমান বলেন, নায়িকার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনাদের সমস্যা কোথায়?
তিনি বলেন, সামনেই রাশ্মিকার বিয়ে হয়ে যাবে। ওর সন্তান হবে। তারা একদিন বড় হবে, সিনেমায় কাজ করবে।
সালমানের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় ও রাশ্মিকার বিয়ের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ বলছে তাহলে কি খুব শীঘ্রই বিয়ে করছেন তারা?
রাশ্মিকা সম্পর্কে সালমান আরও বলেছেন, সে দারুণ অভিনয় করেছে। ‘পুষ্পা ২’-এর জন্য সন্ধ্যা সাতটা পর্যন্ত শুটিং শেষ করে তারপর রাত ৯টায় আমাদের ছবির শুটিং করতে আসত। আমাদের সঙ্গে শুটিং সকাল সাড়ে ৬টা পর্যন্ত চলত। পরের দিন ফের ‘পুষ্পা ২’-এর শুটিং-এ যেত।
সালমান বলেন, রাশ্মিকাকে দেখলে আমার বারবার তরুণ বয়সের কথা মনে পড়ে যায়।
আপনার মতামত লিখুন :