দীর্ঘদিন ধরেই ঢালিউড ইন্ডাস্ট্রিতে চলছে সংকটকাল। একে একে বন্ধ হচ্ছে সিনেমা হল, কমছে প্রযোজক, এবং অনেক প্রযোজক সিনেমা নির্মাণের পরও মুক্তি দিতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে সম্প্রতি শোনা যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা।
এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নায়ক সিয়াম আহমেদ, যেখানে তিনি লিখেছেন, ‘চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।’
সিয়াম তার স্ট্যাটাসে বলেছেন, একজন অভিনেতা হিসেবে তিনি জানেন যে, প্রতিটি সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন থাকে। ঢালিউড ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা যেন মৃতপ্রায়, তবে সবাই চেষ্টা করছে তাদের জায়গা থেকে কিছু অবদান রাখতে। কিন্তু যখন সিনেমার মুক্তি আটকে দেয়ার খবর আসে, তখন হতাশা ও রাগে ভরে যায়।
দুই দিন ধরে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মুক্তি নিয়ে গুঞ্জন চলছে। তবে, প্রযোজক এখনও আশাবাদী, এবং চান যে সিনেমাটি ঈদেই মুক্তি পাক। ‘বরবাদ’ সেন্সরে জমা দেওয়ার খবরও এসেছে। সিয়াম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘একটা সিনেমা আটকে দেয়া মানে, কতগুলো স্বপ্নকে আটকে দেয়া। ‘‘বরবাদ’’ আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই।’
এদিকে ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘জংলি’। তিনি চান, তার সিনেমার সঙ্গে অন্য সিনেমাগুলোও মুক্তি পাক।
সিয়াম তার স্ট্যাটাসে বলেন, ‘এই ঈদে দর্শক যেন “জংলি”, “বরবাদ”, “দাগি”, “চক্কর ৩০২”, “জ্বিন-৩” দেখতে সিনেমাহলে ভিড় করে। যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাঁদের কাছে আমার একটাই অনুরোধ, সব সিনেমাই মুক্তি দিন। না হলে কোনোটাই মুক্তি দেবেন না। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।’
আপনার মতামত লিখুন :