মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করলেন মডেল-অভিনেত্রী ঊর্মী আহমেদ। নাটক দুটি হচ্ছে ‘বউ ভাড়া’ ও ‘সানগ্লাস ফ্যামিলি’। একটি প্রচার হবে চ্যানেল আইতে অন্যটি আরটিভিতে।
ঊর্মী বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের মতো এত বড় অভিনেতার সঙ্গে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। তার সঙ্গে কাজ করতে গিয়ে প্রথম প্রথম ক্যামেরার সামনে খুব ভয় কাজ করেছিল। তিনিই আমাকে সহজ করে দিয়েছেন। কাজ করতে গিয়েই মনে হয়েছে, তিনি শুধু একজন বড় অভিনেতাই নন, একজন ভালো মানুষও।’
ছোটবেলা থেকেই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা ঊর্মীর। অভিনেত্রী শাবনূরের অভিনয় দেখেই মিডিয়ার প্রতি দুর্বলতা কাজ করে তার। যুক্ত হন গ্রুপ থিয়েটারে। রেজানুর রহমানের এথিক থিয়েটারের সঙ্গেই কাজ করছেন নিয়মিত। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গেছেন সমান তালে। এলএলবি সম্পন্ন করে বর্তমানে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে প্র্যাক্টিস করছেন জজ কোর্টে।
এর বাইরে শিশুদের প্রতি ভালোবাসার তাগিদ থেকেই গড়ে তোলেছেন শিশু সংগঠন-বর্ণমালা শিশু কিশোর মেলা। শিশুদের নিয়েই বেশি ব্যস্ত এখন তিনি। ঊর্মী বলেন, ‘আজকের শিশুই দেশের ভবিষ্যত। শিশুরা মানবিক হবে, নৈতিকতা শিখবে সর্বোপরি দেশকে ভালোবাসবে—এমনটিই আমি চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি শিশুদের নিয়েই কাজ করতে চাই।’
বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামে ‘মেঘবালিকা’ নাটকের মাধ্যমেই ছোট পর্দায় অভিষেক ঊর্মীর। এরপর নাটক, টিভিসি’সহ ইউনিসেফের অসংখ্য সমাজ সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
রায়হান রাফির ‘ফ্রাইডে’ চলচ্চিত্রে অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে ইতিবাচক হিসেবে মনে করেন। ‘পিনিক’ চলচ্চিত্রে আদর আজাদের ছোট বোনের চরিত্রে অভিনয় করেও অনেক ভালো লেগেছে তার।
ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে— ‘লাভ এন্ড রিভেন্স’, ‘মুক্তি’, ‘শুভযাত্রা’, ‘বাবার সম্ভল’, ‘বাবা আর নেই’, ‘প্রবাসী ছেলের কোরবানি’, ‘বয়রা বউ শাশুড়ি’, ‘নিঃশ্বাস’, ‘অসহায় বউ’, ‘প্রবাসী তিন বউ’, ‘শুয়ের মত সোজা’, ‘টিকটকার বউ’, ‘বৃষ্টি এলো প্রেম এলো’ অন্যতম।
আপনার মতামত লিখুন :