ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

এবার ঈদে থাকছে না ড. মাহফুজুর রহমানের গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরেই ঈদ মানে ড. মাহফুজুর রহমানের গানে শ্রোতাদের বাড়তি আনন্দের খোরাক।

তবে এবারের ঈদুল আজহায় গান শোনাবেন না তিনি। যে গান কি না করোনা মহামারিতেও থেমে ছিলো না।

এটিএন বাংলার জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে জানানো হয়, এবার ঈদে ড. মাহফুজুর রহমান গান শোনাচ্ছেন না। কারণ তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতার পাশাপাশি অনান্য ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।

এর আগে গত বছরের কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’।

পরদিন আবার রাত ১০.৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সঙ্গীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।