পূর্ব ঘোষণা অনুযায়ী চিত্রতারকা শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা মুক্তির প্রস্তুতি চূড়ান্ত। তবে সিনেমা মুক্তি নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে সিনেমায় কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন।
যা প্রকাশ্যে আসতেই আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী থেকে শুরু করে আফরান নিশো, তমা মির্জা, সিয়াম আহমেদ’সহ অনেকেই। এবারের ঈদে তাদের প্রত্যেকেরই একটি করে সিনেমা মুক্তি পাচ্ছে। তবুও ‘বরবাদ’ নিয়ে শাকিব খানের পাশেই দাঁড়াতে দেখা গেল বুবলী-নিশোদের।
বুবলী ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়! আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’, ‘দাগী’, ‘জ্বীন ৩’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক। আশা করছি, ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাব।’
ঈদে নিজের সিনেমা মুক্তি না পেলেও অনেক শিল্পীই শাকিবের ‘বরবাদ’র আনকাট অনুমতি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু এ নিয়ে একটি শব্দও খরচ করেননি শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিভিন্ন সময়ে নায়কের পাশে দেখা গেলেও এ যাত্রায় নীরব তিনি। তবে ‘জ্বীন ৩’ সিনেমার ইমরান-কনার গাওয়া আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমার ‘কন্যা’ গান শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।
আপনার মতামত লিখুন :