ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী।

শুক্রবার (৪ এপ্রিল) ভোর থেকে সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায় এমন চিত্র দেখা গেছে।

ঈদযাত্রা নিয়ে যাত্রীরা বলেন, এবার যেমন স্বাচ্ছন্দে বাড়ি যেতে পেরেছিলেন তেমনি স্বাচ্ছন্দের ফিরতে পেরেছেন রাজধানীতে।

তারা জানান, এবার ঈদে লম্বা ছুটি পেলেও প্রিয়জনদের সান্নিধ্যে সময় খুব দ্রুত কেটে গিয়ে আবার ফেরার সময় হয়ে গেল।

এদিকে, ঢাকার আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতেও উচ্ছ্বাস-আনন্দ। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে হাজারো দর্শনার্থীর ভিড়। মেতে উঠেছেন ওয়াটার কিংডমে। চড়ছেন ক্যাবল কার, স্ক্রাই ট্রেনসহ বিভিন্ন রাইডে।

ঈদের টানা  ছুটিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার-বন্ধুবান্ধব নিয়ে সিলেটের উল্লেখযোগ্য স্পটগুলোতে ছুটছেন পর্যটকরা। বন-পাহাড়ের সান্নিধ্য পেতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে, রাঙামাটি ও বান্দরবনে বেড়েছে পর্যটকদের সমাগম।

ঈদের ছুটি কাটাতে উপচেপড়া ভিড় কক্সবাজারের সুগন্ধা, হিমছড়ি, ইনানির মতো পয়েন্টগুলোতে।