দেশসেরা নায়ক শাকিব খান। আসছে ঈদে জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তিনি। নাট্যনির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ সিনেমা দুটি দেশজুড়ে মুক্তি পাবে।
শাকিব বর্তমানে ‘বরবাদ’ সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত। ঠিক সে সময়েই শরীরে জ্বর নিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। সদ্য দুবাই থেকে ফিরে এফডিসিতে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই নায়ক। ঈদের আগ পর্যন্ত সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। ৭ নম্বর ফ্লোরে চলছে দৃশ্য ধারণের কাজ। সরেজমিনে এমনটাই জানা গেছে।
শুটিংয়ের এক ফাঁকে বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে কুশল বিনিময় করেছেন এই নায়ক। সেইসঙ্গে জানিয়েছেন নিম্ন আয়ের সহকর্মীদের শিল্পী সমিতির মাধ্যমে ঈদ উপহার দিবেন। শুটিংয়ে আড্ডার ফাঁকে শিল্পী সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথার ফাঁকে খোঁজ নিয়েছেন জ্যেষ্ঠ সহকর্মীদের।
বলা দরকার, শাকিব খানের জন্মদিন আগামী ২৮ মার্চ। শীর্ষ নায়কের জন্মদিন ঘিরে কোনো উন্মাদনা থাকবে না তা হয় না। এবার জন্মদিনে নায়কের পক্ষ থেকে ভক্তরা উপহার পেতে যাচ্ছেন ‘তাণ্ডব’ সিনেমার ফার্স্ট লুক। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এমনটিই জানা গেছে। যে কারণে তড়িঘড়ি করে হচ্ছে শুটিং।
২০২৩ সালে তরুণ পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন শাকিব খান। তারপর গত বছর রায়হান রাফি নির্মিত ‘তুফান’ দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন। নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি।
সিনেমা মুক্তির পর পরই তিনি ঘোষণা দিয়েছিল ‘তুফান ২’ নির্মিত হবে। কিন্তু সেটি আর হয়নি। শাকিব খান ও রায়হান রাফি জুটি হয়ে আবারও আসছেন পর্দায়। ‘তুফান ২’ না হলেও ‘তাণ্ডব’ সিনেমা নিয়েই হাজির হবেন দু’জন।
উল্লেখ্য, শাকিব খানের ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’ সিনেমায় দুজন নায়িকাই এবার কলকাতার। বরবাদে সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো শাকিবের সঙ্গে ইধিকা পালকে দেখা যাবে। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে।
অন্যদিকে, প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার আরেক নায়িকা দর্শনা বণিক। চার বছর আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হলেও অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে।