ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫

‘আনন্দ মেলা’য় গাইলেন রুনা লায়লা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ১০:৫৪ এএম
সংগীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লা

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা ফের ঈদের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান বিটিভির ‘আনন্দ মেলা’য় সংগীত পরিবেশন করেছেন। রুনা লায়লার কণ্ঠে বাংলা যত আধুনিক জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে অন্যতম গান হচ্ছে ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাবো’। এই গানটি তিনি ‘আনন্দ মেলা’য় গাইলেন। গত ২০ মার্চ রুনা লায়লা লন্ডন থেকে দেশে ফিরেন। ফিরেই নতুন গানটিতে কণ্ঠ দেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, মো. মনিরুল হাসান ও মো. হাসান রিয়াদ।

এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘শিল্পী গানটি আমার সংগীত জীবনের একটি সিগনেচার সং। এই গান কিন্তু বিটিভিতে প্রচারের জন্যই করা হয়েছিল। বিটিভিতে প্রচারিত উপহার অনুষ্ঠানে অনেক আগে আমার একেবারেই নতুন কয়েকটি মৌলিক গান প্রচার হয়েছিল। প্রযোজক ছিলেন বরকত উল্যাহ। 

শিল্পী গানটি যেহেতু আমার কথা বলছে সে কারণে গানটি সেই সময়ই জনপ্রিয়তা পেয়েছিল। গানের কথা ও সুর খুব সুন্দর। এই গান এখনো আমি যেখানেই স্টেজ শো করতে যাই না কেন দর্শক-শ্রোতারা শুনতে চান। একটি গান এত বছর পরেও শ্রোতা-দর্শকের মনে গেঁথে আছে, শিল্পী হিসেবে এটাও অনেক বড় প্রাপ্তি।’

জানা গেছে, আগামী ঈদে বিটিভিতে রাত দশটায় ‘আনন্দ মেলা’ গানটি প্রচার হবে। মাসুদ করিমের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সুবল দাস। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রুনা লায়লা। এই সিনেমায় ‘শিল্পী’ গানটি ব্যবহৃত হয়েছিল।