চিত্রনায়িকা বর্ষার সম্প্রতি এক বক্তব্য নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। যেখানে বর্ষা মন্তব্য করেছিলেন, সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে গ্রহণ করবে, সেই চিন্তা থেকে তিনি অভিনয় ছাড়বেন। এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা পরীমণি।
বুধবার (২৬ মার্চ) সকালে পরীমণি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি সরাসরি বর্ষার নাম উল্লেখ না করলেও তার বক্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। পরী লেখেন, ‘জ্বি ছোট্ট আপা, একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে পর্দাতে হিরোইন লাগার কোনো সম্পর্ক নেই। আপনি যেটা করার চেষ্টা করেছেন, সেটা আজীবনই রয়ে যাবে।’
এছাড়াও বর্ষার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরী আরও মন্তব্য করেন, ‘আপনি যদি সত্যিই ইন্ডাস্ট্রি ছাড়তে চান, তাহলে এখনই ছেড়ে দিন। না হলে আজীবন এই সিদ্ধান্তের বোঝা বহন করতে হবে।’
পরী বর্ষার ওই বক্তব্যের আরও একটানে জবাব দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেন, ‘আপনার বাচ্চাদের যদি আপনাকে অভিনয় করতে দেখলে সমস্যা হয়, তাহলে অন্তত একবার ভেবে দেখুন, আপনার বয়েসে আপনি কাদের কত বছর ধরে এই ইন্ডাস্ট্রির জন্য জিম্মি করে রেখেছেন।’
বর্ষার ‘মেয়েদের বাজার’ নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরী আরও বলেন, ‘আর আপনি যে বলেছেন মেয়েদের বাজার! এএএএইইই….মেয়েদের বাজার কী? কী বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম, মুলা,আলু, কচু? তাহলে আপনি কী? কী আপনি? কোনটা সোনা? শোনেন, এরকম একটা বয়সের পরে আমি কেন, আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই (প্রিন্সেস ডায়না হলেও) তার পার্টনারকে এরকম বাজারে ছেড়ে দিতে পারে। কারণ ওই নারী জানে জীবনের কোন বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়।’
এটি নতুন ঘটনা নয় যে, বর্ষার এই মন্তব্য নিয়ে পরী বা অন্য কেউ সমালোচনা করেছেন। এর আগে অভিনেত্রী দীপা খন্দকারসহ আরো অনেকেই এই বক্তব্যের সমালোচনা করেছেন।