শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নাগরিকের ঈদ আয়োজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০২:৫৬ পিএম

নাগরিকের ঈদ আয়োজন

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য ৩৫ সিনেমা দেখাবে নাগরিক টেলিভিশন। ঈদের সাত দিনব্যাপী বিশেষ আয়োজনজুড়ে থাকছে এসব সিনেমা। এর মধ্যে রাজনৈতিক অ্যাকশন থ্রিলারটপ হিরোসিনেমাটি টেলিভিশন প্রিমিয়ার হিসেবে শুধুমাত্র নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে ঈদের দিন বিকেল :৩০ মিনিটে। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আরও থাকছে অ্যাকশন কমেডি ধাঁচেররাজা ৪২০প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন বিকেল ৪টা ৩০ মিনিটে।

রোমান্টিক চলচ্চিত্রপোড়ামনদেখানো হবে ঈদের ষষ্ঠ দিনে।পাষাণসিনেমাটি দেখা যাবে ঈদের সপ্তম দিনে। ছাড়ালোকাল’, ‘লিপস্টিপ’, ‘মুখোশ’, ‘শান’, ‘হিরো দ্য সুপারস্টারজনপ্রিয় সিনেমাগুলোও থাকছে নাগরিকের ঈদ বিনোদনে।

ছাড়া এই আয়োজনে থাকছে সাত দিনে সাতটি একক নাটক। নাটকগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পীরা। বিশেষ আয়োজনে যে সাতটি নাটক থাকছে; এর মধ্যে রয়েছে তাইফুর জাহান আশিকের পরিচালনায়চোর-পুলিশ’, সেলিম রেজারশেষের বিন্দু’, সাদমান রনিরআদুরে মেয়ে’, মাহফুজ ইসলামেরপ্রবাসীর আপনজন’,  অনিক বিশ্বাসেরম্যাড লাভারাস’, ‘নায়কের বন্ধুগুজবে কান দেবেন না এই সাতটি নাটক ঈদের দিন থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রচার হবে প্রতিদিন রাত ৮টায়।

বিশেষ এই আয়োজনে আরও থাকছে দিনের বিশেষ লাইভ মিউজিক্যাল শোবাংলা বাউল অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন থেকে শুরু করে সাতদিন। লাইভ অনুষ্ঠানটি সম্প্রাচার হবে হলো প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত। গানের এই বিশেষ আয়োজনে অংশ নেবেন দেশের জনপ্রিয় বাউল ফোক শিল্পীরা। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলা বাউল গানের মনোমুগ্ধকর পরিবেশনা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!