ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

নতুন পরিচয়ে আফরান নিশো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

 আফরান নিশো এবার দর্শকদের চমকে দিলেন নতুন এক পরিচয়ে। তার অভিনয়ের দক্ষতা আগেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু এবার তিনি এমন কিছু করলেন যা একেবারে ভিন্ন।

দাগি‍‍`র জন্য গান গাইলেন! হ্যাঁ, তিনি এবার সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা দাগি-এর টাইটেল ট্র্যাকের মূল কণ্ঠশিল্পী আফরান নিশো।

গানের কথায় তোমাদের চোখে দাগি/সমাজের চোখে দাগি/যতবার খুশি মারো, তত বারবার জাগি,আফরান নিশো যেন সিনেমার চরিত্র দাগি-র কথাগুলোই গানে তুলে ধরেছেন।

২৬ মার্চ গানটি অনলাইনে প্রকাশিত হয়। গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, আর সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। এই গানে নিশো মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন।

গানটি গাওয়ার প্রস্তাব ছিল একেবারে আকস্মিক। আফরান নিশো জানতেন না। একদিন প্রযোজক শাহরিয়ার শাকিল তাকে গানটির ডেমো শোনান এবং তার মতামত জানতে চান। এরপরই নিশোকে জানানো হয়, গানটিতে তার কণ্ঠ দিতে হতে পারে।

গানটির গল্প একজন দাগির দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছে। তাই চলচ্চিত্রের দাগি চরিত্রের জন্য আফরান নিশো-র কণ্ঠটাই বেশি মানানসই ছিল। নিশো জানালেন, তিনি গানটি গাওয়ার সময় অনেক উপভোগ করেছেন। তার মতে, গায়ক হিসেবে না গেয়ে একজন অভিনেতার স্বাভাবিক কণ্ঠস্বরেই গাওয়া হয়েছে গানটি। যা শ্রোতাদের কাছে নতুন এবং আকর্ষণীয় হতে পারে।

গানটির সুরকার আরাফাত মহসীন জানান, তিনি গানটির জন্য একটি শক্তিশালী এবং প্রতিবাদী সুর তৈরি করার চেষ্টা করেছেন। নিধি জানান, গানটির মধ্যে র‍্যাপের অনুপ্রেরণাও ছিল বিশেষ করে নিশো ভাইয়ের কণ্ঠে সেটা বেশ মানানসই ছিল।

দাগি সিনেমার প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ প্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমাটি ইউ-গ্রেড সেন্সর সার্টিফিকেট পেয়েছে অর্থাৎ সব বয়সী দর্শকই এটি দেখতে পারবেন।