ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তাকে নিয়ে ভক্তদের আগ্রহ এখন যেন একটু বেশিই! বিশেষ করে, যখন থেকে বড় পর্দায় আগমন ঘটে অভিনেতার। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’তে কাজ করার পর সিনে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসেন নিশো। মাঝে সব ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখেন এই অভিনেতা।
দীর্ঘ দুই বছর পর নতুন সিনেমা ‘দাগি’ নিয়ে ফের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন আফরান নিশো। তবে হঠাৎ করেই বৃহস্পতিবার নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে নিশো গ্রেপ্তার। বেশ কয়েকটি স্থির চিত্রে তার হাতে হ্যান্ডকাফ দেখা যায়, সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর পুলিশের গাড়িতে অভিনেতাকে উঠিয়ে নেওয়া হয়। তবে কি কারণে এই অভিনেতা গ্রেপ্তার হয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি।
এরপর খোঁজ নিয়ে জানা যায়, বিষয়টি বাস্তবে নয়, সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভিন্ন পন্থা বেছে নিয়েছেন নিশো। ‘দাগি’ মুক্তি সামনে রেখে বৃহস্পতিবার (২৭ মার্চ) কয়েদির বেশে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন নিশো। ব্যতিক্রমী লুকে প্রাচরণায় অংশ নিয়ে নজর কেড়েছেন এই অভিনেতা।

এর আগে প্রকাশিত টিজারে উঠে আসে নিশোর জেল জীবনে থাকা এক ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। সে সময় টিজারে দেখা যায়, আফরান নিশোকে যেন ভিন্ন রূপেই ধরানোর চেষ্টা ছিল নির্মাতার। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে অভিনেতাকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুকে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান।
প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারটি প্রকাশের সঙ্গেই অভিনেতাকে এই লুকে দেখে দর্শক ও ভক্তরা নড়েচড়ে বসেছেন, তা বলার বাকি রাখে না।
জানা গেছে, এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ এই অভিনেতা ও নির্মাতার দ্বিতীয় সিনেমা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
আপনার মতামত লিখুন :